
বলিউড তারকা সাইফ আলি খান ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে সবসময়ই খোলামেলা কথা বলেন। নব্বইয়ের দশকে অভিনয় শুরু করে বলিউডে নিজের জায়গা করে নেওয়া এই অভিনেতা সম্প্রতি মন্তব্য করেছেন—“বউ বা বান্ধবীর সঙ্গে সিনেমা করার আইডিয়া খুব একটা ভালো নয়।”
সাইফ বলেন, অভিনয় জীবনের শুরুতে তাকে ‘ভাগ্যবান’ বলা হলেও, তখন তিনি খুব বেশি বড় সুযোগ বা মুখ্য চরিত্রে কাজ পাননি। ধীরে ধীরে পেশাগত অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে একটি বিষয় তিনি উপলব্ধি করেন—“যখন সহ-অভিনেত্রী একজন প্রতিযোগিতামূলক কেউ হন, তখন অভিনয় আরও ভালো হয়।”
আর এ কারণেই তিনি মনে করেন, ব্যক্তিগত সম্পর্কের মানুষ যেমন স্ত্রী বা প্রেমিকার সঙ্গে কাজ করলে সেই ‘সুস্থ প্রতিযোগিতা’ নষ্ট হয়ে যেতে পারে। কাজের গতি ও মান বজায় রাখতে এই ধরনের সম্পর্কের বাইরে থেকে কাজ করাই অধিক যুক্তিযুক্ত।
উল্লেখ্য, সাইফ তার বর্তমান স্ত্রী কারিনা কাপুর খানের সঙ্গে একাধিক সিনেমায় কাজ করেছেন। এর মধ্যে রয়েছে—এলওসি কার্গিল (২০০৩), ওমকারা (২০০৬), তাশান (২০০৮), কুরবান (২০০৯) এবং এজেন্ট বিনোদ (২০১২)। এছাড়াও বেশ কিছু বিজ্ঞাপনেও এই তারকা জুটিকে একসঙ্গে দেখা গেছে। তবে তিনি তার প্রাক্তন স্ত্রী অমৃতা সিংয়ের সঙ্গে কোনো ছবিতে কাজ করেননি।
একসঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে সাইফ বলেন, “আমাদের একসঙ্গে বসবাস যথেষ্ট। কাজটা যদি অন্য কারও সঙ্গে হয়, তাতে আরও পেশাদার পরিবেশ বজায় থাকে।”
২০২১ সালে পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারেও তিনি বলেছিলেন, “কারিনার সঙ্গে আবার যদি একসঙ্গে অভিনয় করি, তাহলে সেটা হতে হবে খুবই বিশেষ কোনো প্রোজেক্ট। নইলে ব্যক্তিগত ও পেশাগত জীবনের ভারসাম্য রাখা কঠিন হয়ে পড়ে।”
সূত্র: হিন্দুস্তান টাইমস