
এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ে হংকং-বাংলাদেশ ম্যাচ ঘিরে ফুটবল অ্যাসোসিয়েশন অব হংকং দর্শকের জন্য গাড়ি উপহার দেবে। আগামী ৯ অক্টোবর ঢাকায় বাংলাদেশ-হংকং ম্যাচ। ফিরতি ম্যাচ হবে ১৪ অক্টোবর, হংকংয়ের নিজেদের মাঠে। সেই ম্যাচ ঘিরে বাড়তি পরিকল্পনা করছে হংকং।
দর্শককে গাড়ি উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দর্শকের মধ্য থেকে একটি গাড়ি উপহার দেওয়া হবে, যেটির মূল্য প্রায় ৪৫ লাখ টাকা। টিকিটের সর্বনিম্ন দাম ১ হাজার ২০০ টাকা। সর্বোচ্চ ১২ হাজার টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে।
হংকং ধরে নিচ্ছে তারা বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচই জিতবে। দুই জয়ে এশিয়ান কাপে যাওয়ার সুযোগ হয়ে যাবে। হংকংয়ের কাইটাক স্টেডিয়াম ভরিয়ে তুলতে নানা উদ্যোগ গ্রহণ করেছে হংকং ফুটবল সংস্থা। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে পুরো স্টেডিয়াম দর্শকপূর্ণ করতে চান তারা। ধারণা করা হচ্ছে কিছু দিন আগে রাগবীর খেলায় ৫০ হাজার দর্শক হাজির হয়েছিল। ফুটবল মাঠেও পুরো ৫০ হাজার দর্শক হবে।
হংকংয়ের ফুটবলাররা যেন বুঝতে পারে, পুরো হংকংয়ের প্রতিটা মানুষ ফুটবলারদের সঙ্গে আছে। তারা যেন দেশের জন্য নিজেকে উজাড় করে খেলেন। হংকং ফুটবল সংস্থার সভাপতি এরিক ফক স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তারা বাংলাদেশ-হংকং ম্যাচে কোনো সিট খালি রাখতে চান না।
রাগবীর জনপ্রিয়তা আছে হংকংয়ে। কিন্তু ফুটবলে সেটা আরও বৃদ্ধি করার দরকার। এরিক ফক জানিয়েছেন, ফুটবলে নতুন নতুন সমর্থক আনা দরকার। হংকংয়ের খেলা প্রিয় মানুষগুলো ফুটবলের প্রতি আরও অভ্যস্ত হয়ে উঠুক, সেটা মনে করে হংকং ফুটবল সংস্থা কাজ করছে। এশিয়া কাপের বাছাইয়ের ম্যাচগুলো কাজে লাগাতে চাইছে।