
এশিয়ার দ্বিতীয় সেরা দল- এমন তকমা ছোঁয়াচ্ছিলো সংবাদপত্রের শিরোনামে সোশ্যাল মিডিয়ার আলোচনায়। কিন্তু আফগানিস্তানের প্রধান কোচ জোনাথন ট্রট জানালেন, বাস্তবতা সেই রঙ নয়।
রোববার (৫ অক্টোবর) সংবাদ সম্মেলনে তিনি বললেন, ‘আমরা সেই জায়গায় নেই। মিডিয়া ও আলোচনার সবই সত্য নয়। আমাদের আরও বেটার হতে হবে, আরও ভালো খেলতে হবে। লক্ষ্য হলো- শুধু দ্বিতীয় নয়, সেরা হতে চাই।’
তিনি বলেন, বাজেভাবে হারা ম্যাচ, সবকিছুই এখন শিক্ষা। কিছু পরিবর্তন আসবেই। তরুণদের সুযোগ দেওয়া হয়েছে। বিশ্বকাপের কথা মাথায় রেখে আমরা দল সাজাচ্ছি। পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজে এমন দল চাই যা জেতা শুরু করবে।
কন্ডিশনকে দোষারোপ না করে ট্রট জানালেন, আত্মবিশ্বাসই মূল চাবিকাঠি। খেলোয়াড়দের চাপের মধ্যে আত্মবিশ্বাসী রাখাটাই আমার দায়িত্ব। খেলোয়াড়রা যেন মাঠে আত্মবিশ্বাসী থাকে, এটিই চাই।
অধিনায়ক রশিদ খানের প্রশংসা করতে গিয়ে তিনি বললেন, আন্তর্জাতিক যেকোনো দলই তার বিপক্ষে চিন্তায় থাকে। সে শুধু উইকেট তুলেই থামে না, নিজের পারফরম্যান্স দিয়ে সবাইকে অনুপ্রাণিত করে।
মাঠের প্রতিটি প্রচেষ্টা, প্রত্যেকটি প্রশিক্ষণ- সব মিলিয়ে আফগানিস্তান জানে, দ্বিতীয় সেরা হওয়ার স্বপ্ন এখন শুধু নামমাত্র নয়। লক্ষ্য প্রথম স্থানের প্রতিশ্রুতি ধরে রাখা এবং তার জন্য আরও কঠোর পরিশ্রম করা।