
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিকাগোতে ন্যাশনাল গার্ড সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছেন। তিনি শহরের বর্তমান পরিস্থিকে ‘নিয়ন্ত্রণের বাইরে’ বলে বর্ণনা করেছেন।
রোববার (৫ অক্টোবর) এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ডেমোক্র্যাট-শাসিত শহরে বিক্ষোভকারীরা অভিবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার কয়েক ঘণ্টা পরেই এই পদক্ষেপ নেওয়া হল।
ট্রাম্পের অভিবাসন বিরোধী ধরপাকড়ের বিরুদ্ধে বিক্ষোভে একজন ‘সশস্ত্র নারী মহিলা’ গুলিবিদ্ধ হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। কর্তৃপক্ষের দাবি, বিক্ষোভকারীরা আইন প্রয়োগকারী সংস্থার যানবাহনে ‘হামলে পড়েছে’।
রাজ্য ও স্থানীয় নেতারা কয়েক সপ্তাহ ধরে ট্রাম্পের সেনা মোতায়েনের পরিকল্পনার সমালোচনা করে আসছেন এবং এটিকে ক্ষমতার অপব্যবহার বলে অভিহিত করেছেন।
ইলিনয়ের গভর্নর জেবি প্রিটজকার বলেছেন, ট্রাম্প একটি সংকট তৈরির চেষ্টা করছেন।
বিবিসির প্রতিবেদন অনুসারে, ওরেগনের পোর্টল্যান্ডের একজন সরকারি বিচারক প্রশাসনকে সেখানে সেনা মোতায়েনের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করার পরও ট্রাম্পের এই ঘোষণাটি এসেছে।
ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির সহকারী সচিব ট্রিসিয়া ম্যাকলাফলিন এক বিবৃতিতে বলেছেন, ‘এজেন্টরা তাদের গাড়ি সরাতে পারেনি এবং গাড়ি থেকে বেরিয়ে এসেছিল। আইন প্রয়োগকারী গাড়িতে আরেক গাড়ি দিয়ে ধাক্কা দেওয়া একজন চালকের কাছে আধা-স্বয়ংক্রিয় অস্ত্রও ছিল।’
তিনি আরও বলেন, ‘আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে অস্ত্র মোতায়েন করতে এবং একজন সশস্ত্র মার্কিন নাগরিকের ওপর প্রতিরক্ষামূলক গুলি চালাতে বাধ্য করা হয়েছিল।’
বিচারক কারিন ইমারগুট পোর্টল্যান্ডের পরিস্থিতি সম্পর্কে ট্রাম্পের পদক্ষেপকে ‘সংবিধানের লঙ্ঘন’ বলে বর্ণনা নরেছেন। তিনি বলেন, ওরেগন রাজ্যের সম্মতি ছাড়া অস্থিরতা দমনে সেনাবাহিনীর ব্যবহার সেই রাজ্য এবং অন্যান্য রাজ্যের সার্বভৌমত্বকে ঝুঁকির মুখে ফেলেছে। তিনি আরও বলেন, এটি শহরে উত্তেজনা এবং বিক্ষোভ আরও বাড়িয়ে তুলছে।
বিবিসি জানিয়েছে, ট্রাম্পের ঘোষণার পর শিকাগোতে সৈন্য পৌঁছেছে কি না, তা স্পষ্ট নয়। তবে এই ধরনের যে কোনো মোতায়েনের ক্ষেত্রে কেন্দ্র সরকার আইনি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হতে পারে।
প্রসঙ্গত, অভিবাসন-বিরোধী ধরপাকড়ের মধ্যে যুক্তরাষ্ট্রে কয়েকটি শহরে ইতোমধ্যে সেনা মোতায়েন করা হয়েছে। সেনা মোতায়েন করা শহরগুলোর বেশিরভাগই বিরোধী ডেমোক্র্যাট পার্টির নিয়ন্ত্রণে রয়েছে। শিকাগো শহরটি সর্বশেষ – এর আগে ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলেস, মেমফিস এবং পোর্টল্যান্ডে সেনা মোতায়েন করা হয়।