
ছেলেদের এশিয়া কাপে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতের খেলোয়াড়রা। সেই ঘটনার রেশ যেন ছড়িয়ে পড়েছে নারী দলেও। গুঞ্জন ছিল হারমানপ্রীত কৌরের দলও হাত মেলাবেন না পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হয়েছে।
রোববার (৫ অক্টোবর) কলোম্বোতে টস জিতে ভারতে ব্যাটিংয়ে পাঠিয়েছেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা। টসের পর হাত মেলাননি দুই দলের অধিনায়ক। ছেলেদের পর মেয়েরাও হাত না মেলানোর সিদ্ধান্তেই অটল থাকলো।
এর আগে ছেলেদের এশিয়া কাপে ভারত–পাকিস্তান তিনবার মুখোমুখি হয়। তবে একবারও দুই অধিনায়ক হাত মেলাননি। ম্যাচের পর দুই দলের খেলোয়াড়দের হাত মেলানোর রীতির অনুসরণও দেখা যায়নি।
ছেলেদের পর মেয়েদের ক্রিকেটেও ভারত একই অবস্থান বজায় রাখবে বলে দুই দিন আগেই ইঙ্গিত দিয়েছিলেন ছিলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া। তিনি বলেছিলেন, ‘শত্রুভাবাপন্ন দেশটির সঙ্গে আমাদের সম্পর্ক একই রকম আছে, কোনো পরিবর্তন হয়নি।’