
আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। টানা দুই ম্যাচেই দুর্দান্ত ফিনিশিং করেছেন নুরুল হাসান সোহান। দ্বিতীয় টি-টোয়েন্টিতে চাপে মুখে ২১ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে ২ উইকেটের জয় এনে দেন তিনি। এমন পারফরম্যান্সের পর সোহানকে প্রশংসায় ভাসিয়েছেন টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স।
শুক্রবার (৪ অক্টোবর) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সোহানের ইনিংস প্রসঙ্গে সিমন্স বলেন, ‘আজকে সে (সোহান) দারুণ ইনিংস খেলেছে। এমন জায়গায় যখন জাকের-শামীম ফিরে গেল, সে সেখান থেকে আমাদের হয়ে খেলাটা শেষ করে আসলো। ব্যাটারদের থেকে এটাই চাই আমি। যখনই সুযোগ আসবে যেন দায়িত্ব নিয়ে আমাদের ম্যাচ জেতায়।’
দলের পারফরম্যান্সেও বেশ খুশি এই সিমন্স। তিনি বুলেন, ‘প্রথমে বলব, ম্যাচ দুর্দান্ত ছিল। গতকালের ম্যাচ থেকে অনেক ভালো হয়েছে। আজকে উইকেট অনেক সময় ধরে ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। ফলে অনেক বেটার ম্যাচ হয়েছে। গতকাল ওপেনাররা দেখিয়েছে তারা কী করতে পারে। আজকে লোয়ার মিডল অর্ডার নিজেদের দক্ষতা দেখিয়েছে।’
এছাড়া বোলারদেরও প্রশংসা করেছেন টাইগারদের প্রধান কোচ। সিমন্স বলেন, ‘আমাদের বোলিং ধারাবাহিকভাবে উন্নতি করে যাচ্ছে। যে কম্বিনেশনেই যাই না কেন, আমরা আমাদের বোলিংয়ের ওপর ভরসা করতে পারি, এটা আমরা জানি। বোলিং গত ৫-৬ সপ্তাহ ধরে অনেক ভালো হচ্ছে। এটা আমাদের গ্রোথের অংশ। বোলিং আমাদের ২ ম্যাচেই ভালো জায়গায় নিয়ে এসেছে।’