
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মুসলিম বিশ্বের মধ্যে ঐক্যের ওপর জোর দিয়ে বলেছেন, ‘মুসলমানদের মৌলিক সমস্যা ইসলামী উম্মাহর মধ্যেই শুরু হয়। যদি মুসলমানদের মধ্যে ঐক্য, সংহতি, চুক্তি ও সহানুভূতি তৈরি হয়, তাহলে শত্রুরা ইসলামী উম্মাহর ওপর আধিপত্য বিস্তার করতে পারবে না।’
বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, বৃহস্পতিবার (২ অক্টোবর) হরমুজগান প্রদেশের রাজনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক কর্মীদের সামনে এক বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন।
পেজেশকিয়ান ইসলামী বিশ্বের বর্তমান পরিস্থিতির সমালোচনা করে জোর দিয়ে বলেন, ‘জায়নবাদী সরকার স্বল্প জনসংখ্যার সঙ্গে… লাখ লাখ মুসলিমের চোখের সামনে নারী ও শিশুদের হত্যা করছে।’
তিনি বলেন, ‘কিছু সরকারের প্রতিক্রিয়া, সর্বোচ্চ কেবল নিন্দা। এমনকি কেউ কেউ গোপনে একই অপরাধীদের পাশে বসে তাদের উৎসাহিত করে।’
পেজেশকিয়ান স্মরণ করিয়ে দেন, ‘মুসলিম বিশ্ব যদি একসঙ্গে থাকত, তাহলে এই ধরনের বিপর্যয় ঘটত না। শত্রুরা আমাদের তেল, গ্যাস ও খনি কেড়ে নেয়… বিনিময়ে আমাদের একে অপরের সঙ্গে লড়াই করার জন্য অস্ত্র এবং বিমান দেয়। এই বিমানগুলো ব্যবহারের চাবিকাঠি আবার তাদের নিজেদের হাতে। যদি সে অনুমতি দেয়, তবে এটি উড়বে এবং যদি সে না দেয়, তবে এটি গ্রাউন্ডেড করা হবে।’