
আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। ইতিমধ্যে তামিম ইকবালসহ ১৫ জন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এবার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরও এক হেভিওয়েট প্রার্থী।
লিজেন্ডস অফ রূপগঞ্জ ক্লাবের চেয়ারম্যান লুৎফর রহমান বাদল এবার কাউন্সিলর হয়েছিলেন। মনোনয়নপত্র তুলেছিলেন ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক হওয়ার জন্য। তবে নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে সরে দাঁড়ালেন এই সংগঠক।
গেল বুধবার (১ অক্টোবর) ছিল নির্বাচন কমিশন থেকে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। তাই আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহারের সুযোগ নেই বাদলের। ভোটের ব্যালটে তার নামও থাকবে। কিন্তু ভোটারদের তিনি মেসেজ দিয়ে দিচ্ছেন, তিনি আর নির্বাচনে নেই।
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ খোলাসা করেননি বাদল। তিনি বলেন, ‘আমি লুৎফর রহমান বাদল, লেজেন্ডস অব রূপগঞ্জের চেয়ারম্যান, আসন্ন বিসিবি নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিলাম। এখানে কারও দিকে আঙুল তুলছি না। তবে অদূর ভবিষ্যতে পরিস্থিতি কখনো অনুকূলে থাকলে সবাইকে জানাবো, কেন এবং কী কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম।’
বাদল আরও বলেন, ‘কাঁদা ছোড়ার দিকে আমি যেতে চাই না। যারা এই নির্বাচনে জয়ী হয়ে পরিচালক হচ্ছেন, তাদের প্রতি শুভকামনা। তবে আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, একাধিক প্যানেলে নির্বাচনটা হলে সেটা মাইলফলক হয়ে থাকতো। যারা পুরো সময় আমার পাশে ছিলেন, তাদেরকে ধন্যবাদ।’