
ধ্বংসস্তূপ আর যুদ্ধের বিভীষিকার মধ্যেও স্বপ্ন হারায়নি ফিলিস্তিনের অ্যাথলেট প্রজন্ম। বিশ্বের বিভিন্ন জায়াগায় অনুষ্ঠিত হওয়া নানান প্রতিযোগিতায় তাদের অংশগ্রহণ করতে দেখা যায়। এবার সেই স্বপ্নকে আরও একটু এগিয়ে নিতে বড় পদক্ষেপ নিলো আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। আগামী বছর এশিয়ান গেমস ও ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের প্রস্তুতির জন্য ফিলিস্তিনের ক্রীড়াবিদদের বিশেষ বৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে সংস্থাটি।
গেল বুধবার ফিলিস্তিনের ন্যাশনাল অলিম্পিক কমিটির সঙ্গে বৈঠকের পর আইওসি জানায়, তাদের ‘অলিম্পিক সলিডারিটি’ তহবিল থেকে এই বৃত্তি প্রদান করা হবে। এর মাধ্যমে ফিলিস্তিনি খেলোয়াড়দের সুযোগ করে দেওয়া হবে ২০২৫ সালের এশিয়ান ইউথ গেমস (বাহরাইন), ২০২৬ ডাকারের যুব অলিম্পিক গেমস, আইচি-নাগোয়া ২০২৬ এশিয়ান গেমস এবং ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের জন্য দীর্ঘমেয়াদি প্রস্তুতির।
আইওসির এই উদ্যোগের আওতায় প্রায় ৫০ জন ফিলিস্তিনি খেলোয়াড় উপকৃত হবেন বলে ধারণা করা হচ্ছে। মূল লক্ষ্য থাকবে-২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে যোগ্যতা অর্জন। সাধারণত অলিম্পিকে দেশটির ক্রীড়াবিদদের অংশগ্রহণকারীর সংখ্যা খুবই সীমিত, ১০ জনেরও কম। তাই এই বৃত্তি স্থানীয় ক্রীড়া অঙ্গনে এক গুরুত্বপূর্ণ প্রেরণা হয়ে উঠতে পারে।
এ বিষয়ে আইওসি প্রেসিডেন্ট কির্সটি কভেন্ট্রি বৈঠক শেষে এক বিবৃতিতে বলেন, ‘এই অঞ্চলে স্থায়ী শান্তি কামনায় আমরা সবার মতোই চলমান কূটনৈতিক অগ্রগতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আশা করি, খুব শিগগিরই এই প্রচেষ্টা শান্তির পথে এগিয়ে যাবে। দেশটিতে চলমান সংঘাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা। আমরা প্যালেস্টাইনসহ পুরো অঞ্চলের অলিম্পিক পরিবারের পাশে আছি।’
এর আগে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলায় ইসরাইলে ১.২০০ জন নিহত এবং ২৫১ জন জিম্মা হওয়ার ঘটনায় শুরু হয় বর্তমান সংঘাত। ইসরাইল দাবি করে, তাদের সামরিক অভিযান হামাসের বিরুদ্ধে, সাধারণ জনগণের বিরুদ্ধে নয়। কিন্তু স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের হিসাবে, এ পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন ৬৬ হাজারের বেশি মানুষ।
যুদ্ধের এই দীর্ঘ ছায়ায় ফিলিস্তিনের বহু স্টেডিয়াম, ট্রেনিং সেন্টার ও খেলাধুলার অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। এই বাস্তবতায় গত বছর আইওসি দেশটির অলিম্পিক কমিটির ‘ফিলিস্তিন স্পোর্টস রিভাইভাল প্ল্যান’-এ সমর্থন জানায় এবং পুনর্গঠন তহবিল সমন্বয়ের প্রতিশ্রুতি দেয়।