
চলতি মাসে ২০২৬ বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে সোমালিয়া ও উগান্ডার মুখোমুখি হবে আলজেরিয়া। এই দুই ম্যাচের জন্য প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন লুকা জিদান। ২৭ বছর বয়সী এ গোলরক্ষক ফ্রান্সের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের ছেলে।
লুকার জন্ম ফ্রান্সের মার্শেইয়ে। তবে আলজেরিয়ার নাগরিকত্বও আছে তার। লুকার বাবা জিদান আলজেরিয়ান বংশোদ্ভূত। দাদা ইসমাইল ও দাদি মালিকা ছিলেন আলজেরিয়ান। সেই সূত্রে লুকা আলজেরিয়া জাতীয় দলে খেলার জন্য প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করেছেন। গত মাসে ফিফার কাছ থেকে চূড়ান্ত অনুমোদন পান তিনি।
রিয়াল মাদ্রিদের একাডেমিতে বেড়ে উঠেছেন লুকা। তবে তার ক্যারিয়ারের গতিপথ বাবার মতো উজ্জ্বল নয়। ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি লা লিগার সফলতম ক্লাবটিতে ছিলেন। যদিও সব প্রতিযোগিতা মিলিয়ে লস ব্লাঙ্কোদের জার্সিতে মাত্র দুটি ম্যাচে মাঠে নামার সুযোগ পান।
রিয়াল ছাড়ার পর রায়ো ভায়েকানোর হয়ে লা লিগায় খেলেন লুকা। তবে সবশেষ চার মৌসুম ধরে তিনি লা লিগা টুতে আছেন। আলজেরিয়ার প্রথম পছন্দের গোলরক্ষক অ্যালেক্সিস গুয়েন্দুজ। তার ও লুকার পাশাপাশি এবারের স্কোয়াডে আছেন ওসামা বেনবট।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপের টিকিট পাওয়ার খুব কাছে রয়েছে আলজেরিয়া। বাছাইপর্বে ‘জি’ গ্রুপের পয়েন্ট তালিকায় শীর্ষে অবস্থান তাদের। ৮ ম্যাচে পয়েন্ট ১৯। বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে আর মাত্র একটি জয় দরকার তাদের।