
জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে টাইগ্রেসরা। এমন জয়ের ম্যাচে বল হাতে দুর্দান্ত ছিলেন মারুফা আক্তার। জোড়া উইকেট শিকার করে ম্যাচসেরাও হয়েছেন এই পেসার।
বৃহস্পতিবার (২ অক্টোবর) আগে ব্যাট করতে নামে পাকিস্তান। ম্যাচের প্রথম ওভারেই জোড়া উইকেট শিকার করেন মারুফা। তার দারুণ দুই লেট ইনসুইঙ্গারে পরাস্ত হন ওমাইমা সোহাইল ও ইনফর্ম সিদরা আমিন। সেই ধাক্কার পর আর সোজা হয়ে দাঁড়াতে পারেনি পাকিস্তান। গুঁটিয়ে গেছে মাত্র ১২৯ রানেই। ম্যাচটা সহজেই জিতে নিয়েছে বাংলাদেশ।
মারুফার বোলিংয়ের প্রশংসা করে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছে আইসিসি। ভিডিওতে ভারতের কিংবদন্তি নারী ক্রিকেটার মিতালি রাজ বলেন, ‘তার (মারুফা) বল অনেক সুইং করেছে। সে সঠিক জায়গায় বোলিং করেছে। সুইং অবশ্যই দরকার। কিন্তু লাইন-লেংথ ঠিক না থাকলে আশানুরূপ ফল পাওয়া যায় না। সে টানা ২ উইকেট পেয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রথমবারের মতো বিশ্বকাপে খেলছে সে। যদিও এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে। দক্ষিণ আফ্রিকায় (২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপে) যখন আমি ধারাভাষ্য দিচ্ছিলাম, তার বোলিং আমাকে মুগ্ধ করেছিল। তার মতো পেসার একাদশে থাকা অনেক বড় কিছু। গতকাল টানা দুই উইকেট নিয়েছে। বাংলাদেশের জন্য সেটা অনেক কিছু।’
এদিকে মারুফার বোলিংয়ের প্রশংসা করেছেন শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গাও। আইসিসির এই ভিডিও নিজের অফিশিয়াল ফেসবুক পেজে শেয়ার করে এই লঙ্কান কিংবদন্তি লেখেন, ‘নিখাদ স্কিল। দারুণ নিয়ন্ত্রণ ছিল বলের ওপর। এখন পর্যন্ত টুর্নামেন্টের সেরা ডেলিভারি।’