
মাত্র ১০ মাসের মধ্যেই সম্পত্তির হিসাবে বিশ্বে নজির গড়লেন ইলন মাস্ক। গত বছরের ডিসেম্বরে বিশ্বে প্রথম ৪০০ বিলিয়ন ডলারেরও বেশি সম্পত্তির মালিক হয়েছিলেন তিনি। এবার ৫০০ বিলিয়ন ডলার (৬০ লাখ ৮৪ হাজার ৯৭৫ কোটি টাকার বেশি) পেরিয়ে গেল তার সম্পদের মূল্য। বিশ্লেষকদের মতে, খুব দ্রুত ১০০০ বিলিয়ন ডলার অতিক্রম করতে যাচ্ছেন মাস্ক। পৃথিবীর একমাত্র ব্যক্তি হিসেবে নজির গড়া এখন সময়ের অপেক্ষা।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জেতায় ব্যাবসায়িক ক্ষেত্রে বিরাট সুবিধা পেয়েছেন টেসলার মালিক মাস্ক। সে কারণেই তার সম্পদের পরিমাণ বেড়ে ৪০০ বিলিয়ন ডলারে পৌঁছেছে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। কিন্তু ট্রাম্পকে ছাড়াও ব্যবসায় বিরাট লাভ করতে পারেন তিনি, সেই বিষয়টি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন মাস্ক। চলতি বছরেই ট্রাম্প সরকারের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সির প্রধান পদ থেকে সরে দাঁড়ান এক্সের প্রধান নির্বাহী মাস্ক। তা সত্ত্বেও তার সম্পত্তির পরিমাণ দ্রুতগতিতে বেড়েছে। যদিও গত মাসে কয়েক ঘণ্টার জন্য বিশ্বের ধনীতম ব্যক্তির শিরোপা মাস্কের হাতছাড়া হয়ে যায়। ব্লুমবার্গের রিপোর্ট সূত্রে জানা যায়, সম্পত্তির হিসাবে মাস্ককে টপকে যান ল্যারি এলিসন।
বুধবারে প্রকাশিত ব্লুমবার্গের নতুন রিপোর্ট অনুযায়ী, বর্তমানে মাস্কের সম্পত্তির পরিমাণ ৫০০ দশমিক ১ বিলিয়ন ডলার। পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোনো ব্যক্তির সম্পত্তির পরিমাণ ৫০০ বিলিয়ন ডলার ছুঁতে পারেনি। প্রথম ব্যক্তি হিসাবে অনন্য নজির গড়লেন স্পেসএক্সের মালিক। বিশ্লেষকদের মতে, এই গতিতে মাস্কের সম্পদ বাড়তে থাকলে ২০৩৩ সালের মধ্যেই প্রথম মানব হিসাবে ১০০০ বিলিয়ন ডলারের সম্পত্তি কামানোর নজির গড়বেন মাস্ক। —বিবিসি ও রয়টার্স
ইত্তেফাক/এএম