
এশিয়া কাপে মাঝপথেই যাত্রা শেষ হয়েছিল বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের। ইনজুরি কাটিয়ে ফেরার আগেই এবার ছিটকে গেলেন আফগানিস্তানের বিপক্ষে সিরিজ থেকেও। বুধবার (১ অক্টোবর) রাতে দেশে ফিরেই তিনি জানালেন বড় মঞ্চে ভারত-পাকিস্তানের মতো দলের বিপক্ষে খেলতে না পারায় গভীর হতাশার কথা।
বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে লিটন বলেন, ‘শেষ দুই ম্যাচে থাকতে পারলে ভালো হতো। ভারত-পাকিস্তান বিগ ম্যাচ। ছোটবেলা থেকে এ ধরনের ম্যাচ দেখি। এমন বড় দলের বিপক্ষে এশিয়া কাপে খেলতে পারিনি খুব খারাপ লাগছে।’
ব্যাটারদের ব্যর্থতার কারণেও এশিয়া কাপে সাফল্য হাতছাড়া হয়েছে বলে মত দেন তিনি। ‘আমরা আসলে প্রথম কয়েকটা ম্যাচে ভালো খেলেছি। ভারতের বিপক্ষে তাদের স্পিন কোয়ালিটি সামলাতে পারিনি। পাকিস্তানের বিপক্ষে টার্গেটও চেজ করা সম্ভব ছিল। কিন্তু ব্যাটার হিসেবে ব্যর্থ হয়েছি।’
চোটের পর ফর্ম ধরে রাখা নিয়ে আশাবাদী লিটন বলেন, ‘এখন রিকভারি করতে হবে। সামনে যে সিরিজ খেলব তা হবে চ্যালেঞ্জিং। বড় মঞ্চে পারফরম্যান্স সবসময় আলাদা বুস্টআপ দেয়।’
২০২৬ সালের ফেব্রুয়ারিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই আসরকে সামনে রেখে দলে হঠাৎ বেশি পরিবর্তনের বিপক্ষে লিটন। তার মতে, বড় মঞ্চে অভিজ্ঞতার দরকার। যারা নিয়মিত খেলছে তারা যেন সিনিয়র হয়ে যায়, তবে নিউকামারও থাকবে। তবে অভিজ্ঞদের রাখা জরুরি।
সমর্থকদের উদ্দেশে লিটনের প্রতিশ্রুতি, ‘আমরা জানি সবসময় হাসি ফোটাতে পারিনি। তবে চেষ্টা ও পরিশ্রমের কমতি ছিল না। আশা করি সামনে এই ঘাটতি পূরণ করতে পারব।’