
প্রিমিয়ার লিগে হ্যাটট্রিকের পর এবার চ্যাম্পিয়নস লিগেও দুর্দান্ত ফর্মে ছিলেন আর্লিং হালান্ড। জোড়া গোল করেও দলের জয় নিশ্চিত করতে পারেননি তিনি। বুধবার রাতে মোনাকোর মাঠে চ্যাম্পিয়নস লিগের প্রথম পর্বের দ্বিতীয় রাউন্ডে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ম্যানচেস্টার সিটিকে।
সিটির হয়ে উভয় গোল করেন হালান্ড। অন্যদিকে মোনাকোর হয়ে একবার সমতায় ফেরান জর্ডান টেজে এবং ম্যাচের শেষদিকে পেনাল্টি থেকে গোল করে এক পয়েন্ট নিশ্চিত করেন ইংলিশ ডিফেন্ডার এরিক ডায়ার।
ম্যাচের ১৫তম মিনিটেই গোল পায় সিটি। জাস্কো ভার্দিওলের লম্বা পাস থেকে দারুণ শটে গোলরক্ষককে পরাস্ত করেন হালান্ড। তবে তিন মিনিট পরই ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে সমতায় ফেরেন টেজে। বিরতির আগে আবারও সামনে আসে সিটি। ৪৪তম মিনিটে সতীর্থের ক্রসে হেডে দ্বিতীয় গোলটি করেন হালান্ড।
এ নিয়ে চলতি আসরে দুই ম্যাচে তিনটি গোল হলো নরওয়েজিয়ান তারকার। চ্যাম্পিয়নস লিগে তার মোট গোল এখন ৫২টি, মাত্র ৫০ ম্যাচে এই অনন্য কীর্তি গড়লেন হালান্ড।
শেষ দিকে এগিয়ে যাচ্ছিল সিটির জয়। কিন্তু ৮৫তম মিনিটে ডি-বক্সে ফাউল করে বসেন গন্সালেস। ভিএআরের সহায়তায় পাওয়া পেনাল্টি থেকে গোল করে মোনাকোকে সমতায় ফেরান ডায়ার। শেষ মুহূর্তে সুযোগ পেলেও আর গোল করতে পারেনি পেপ গার্দিওলার শিষ্যরা।
দুই ম্যাচ শেষে একটি জয় ও একটি ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের অষ্টম স্থানে আছে সিটি। আর ১ পয়েন্ট নিয়ে সবার নিচে মোনাকো।