
দেশে বর্তমানে চালের পর্যাপ্ত মজুদ রয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তবে পার্শ্ববর্তী দেশ হঠাৎ করে চাল রপ্তানি বন্ধ করায় কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এ পরিস্থিতিতে আতপ চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে, যা মিয়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে ওপেন টেন্ডারের মাধ্যমে আনার পরিকল্পনা রয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান তিনি। তিনি বলেন, ‘সৌভাগ্যবশত সারের আন্তর্জাতিক দাম কিছুটা কমেছে, যা আমাদের জন্য স্বস্তির বিষয়।’
চাল ও নিত্যপণ্যের বাজার নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, সম্প্রতি চালের দাম কিছুটা কমেছে। সবজির দামের ঊর্ধ্বগতি মৌসুমভিত্তিক বলে তিনি মন্তব্য করেন। তবে তিনি স্বীকার করেন, বাজার ব্যবস্থাপনায় এখনো পুরোপুরি সাফল্য আসেনি।