
আফগানিস্তানে দেশব্যাপী টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে তালেবান সরকার। এর ফলে পুরো দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে বলে জানিয়েছে ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস।
বিবিসির প্রতিবেদন অনযায়ী, কয়েক সপ্তাহ আগে ফাইবার-অপটিক ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার পর এবার দেশটি ‘সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট’-এর মধ্যে পড়েছে বলে জানিয়েছে ইন্টারনেট নজরদারি সংস্থা নেটব্লক্স।
জানা যায়, তারা কাবুল অফিসের সঙ্গে যোগাযোগ হারিয়েছে। মোবাইল ইন্টারনেট এবং স্যাটেলাইট টিভির সম্প্রচারও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। তালেবান এখনো এর কোনো আনুষ্ঠানিক কারণ জানায়নি। এক কর্মকর্তার বরাতে বলা হয়েছে, টেলিযোগাযোগ ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ বন্ধ থাকবে।
এছাড়া এফপির প্রতিবেদন অনুযায়ী, গতকাল সোমবার দুপুর ৫টা ৪৫ মিনিট নাগাদ আফগানিস্তানের রাজধানী কাবুলে থাকা তাদের ব্যুরোর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তেমনি হেরাত এবং কান্দাহার শহরের সাংবাদিকদের সঙ্গেও যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
সাইবার নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা ‘নেটব্লকস’ জানিয়েছে, ‘জাতীয়ভাবে টেলিকম ব্ল্যাকআউট কার্যকর হয়েছে। আমরা এখন দেশব্যাপী সংযোগের মাত্র ১৪ শতাংশ স্তরের অভিজ্ঞতা পাচ্ছি।’ তারা আরও জানিয়েছে, ‘এই ঘটনা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে।’
এই মাসের শুরুতে তালেবান কর্তৃপক্ষ আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে ইন্টারনেট প্রবেশাধিকার সীমিত করতে শুরু করেছে।
যার ফলে কিছু এলাকায় উচ্চ গতির ইন্টারনেট সেবা কার্যত বন্ধ হয়ে যায়। গত কয়েক সপ্তাহ ধরে, ইন্টারনেট সংযোগগুলো ছিল অত্যন্ত ধীর বা বিচ্ছিন্ন। ফোন সেবাও অনেকাংশে ইন্টারনেটের মাধ্যমে পরিচালিত হয়।
নেটব্লকস সংস্থাটি এফপিকে জানিয়েছে, ‘ফাইবার অপটিক ইন্টারনেট সংযোগ শারীরিকভাবে বিচ্ছিন্ন করলে মোবাইল এবং ল্যান্ডফোন সেবাও বন্ধ হয়ে যাবে।’
তারা আরও উল্লেখ করেছে, ‘ইন্টারনেট সেবা বন্ধ করার সময় ফোন সেবা চালু রাখতে কিছু পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন এটি হতে পারে।’
বালখ প্রদেশের মুখপাত্র আতাউল্লাহ জায়েদ জানান, তালেবান নেতার আদেশে উত্তরের বালখ প্রদেশে ফাইবার অপটিক ইন্টারনেট পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।
তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘এই পদক্ষেপ অশ্লীলতা প্রতিরোধের জন্য নেওয়া হয়েছে এবং দেশের বিভিন্ন অঞ্চলে বিকল্প সংযোগ ব্যবস্থা বসানো হবে।’
এসময় এফপি প্রতিবেদনে বলা হয়, একই নিষেধাজ্ঞা উত্তরের বাদাখশান ও তাখার প্রদেশ, পাশাপাশি দক্ষিণের কান্দাহার, হেলমান্দ, নানগরহার এবং উরুজগান প্রদেশেও কার্যকর করা হয়েছে।
২০২৪ সালে কাবুল তার ৯ হাজার ৩৫০ কিলোমিটার দীর্ঘ ফাইবার অপটিক নেটওয়ার্ক মূলত সাবেক মার্কিন-সমর্থিত সরকারের সময় নির্মিত হয়েছিল। এই নেটওয়ার্ক আফগানিস্তানকে বিশ্বের সঙ্গে আরো সংযুক্ত করতে এবং দেশের দারিদ্র্য কমাতে সহায়ক হতে পারত।
২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে তারা ইসলামী আইন অনুযায়ী বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে।