
পর্দা উঠছে নারী ওয়ানডে বিশ্বকাপের। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা। অন্যদিকে, পরশু পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশের মেয়েরা।
তিন বছর আগে প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপে খেলে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক জয় পেয়েছিল তারা। এবারও পাক মেয়েদের হারিয়ে বিশ্বকাপে শুভসূচনা করতে চায় নিগার সুলতানা জ্যোতির দল। যদিও বিশ্বকাপ প্রস্তুতি ঘাটতি আছে টাইগ্রেসদের।

বিশ্বকাপের প্রস্তুতির জন্য কোনো আন্তর্জাতিক সিরিজের পরিবর্তে মেয়েদের খেলতে হয় অনূর্ধ্ব-১৫ কিশোর দলের বিপক্ষে। এমন প্রস্তুতির ঘাটতি নিয়েও বিশ্বকাপে ভালো করার ব্যাপারে আশাবাদী অধিনায়ক জ্যোতি।
গণমাধ্যমকে টাইগ্রেস অধিনায়ক বলেন, ‘অবশ্যই আমরা ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে এগোব। আপাতত প্রথম লক্ষ্য পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতা। এমনিতেই আন্তর্জাতিক ম্যাচ বেশি খেলার সুযোগ পাই না। তবে এত বড় ইভেন্টে সব ভালো দলের বিপক্ষে খেলতে পারলে জয়ও আসবে। সাধ্যমতো চেষ্টা থাকবে ম্যাচ ধরে রেখে খেলার।’

এ দিকে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাচ্ছেন পেসার মারুফা আক্তার। প্রথম বিশ্বকাপটা স্মরণীয় করে রাখতে চান তিনি। মারুফা বলেন, ‘বাংলাদেশ জাতীয় দলের এটি দ্বিতীয় বিশ্বকাপ। আমি প্রথমবার বিশ্বকাপ খেলতে যাচ্ছি। এটা আমার স্বপ্ন ছিল। আমি সব সময় চেষ্টা করব দলের জন্য সেরাটা দিতে।’