
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ক্ষমতাসীন দল পিটিআই তাদের শীর্ষ নেতা ইমরান খানের মুক্তির দাবিতে বিশাল সমাবেশ করার পর প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
গত শনিবার প্রদেশের রাজধানী পেশাওয়ারে শান্তিপূর্ণ এই সমাবেশে ইমরানের হাজার হাজার কর্মী-সমর্থক যোগ দেয়। এরপর সোমবার (২৭ সেপ্টেম্বর) অডিও ফাঁস মামলায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে জেলা ও দায়রা আদালত।
জিও টিভির প্রতিবেদন বলছে, বিচারক নাসর মিনাল্লাহ বালুচ এই পরোয়ানা জারি করেন এবং মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
এর আগে গত ১০ সেপ্টেম্বর অঞ্চলের রাজধানীর একটি আদালত কথিত মদ ও অবৈধ অস্ত্র উদ্ধারের মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।
জিও টিভি জানায়, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর চলমান আইনি ও রাজনৈতিক সংকটের পটভূমিতে নতুন পরোয়ানা জারি করা হয়েছে। দলটির প্রতিষ্ঠাতা ইমরান খানসহ সিনিয়র নেতৃত্ব দাঙ্গা-সম্পর্কিত বিভিন্ন মামলার কারণে কারাগারে রয়েছেন।