
যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে জাতিগত ন্যায়বিচারের দাবিতে হাঁটু গেড়ে বসে থাকা একদল এজেন্টকে বরখাস্ত করেছে এফবিআই। বিষয়টির সঙ্গে পরিচিত নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে সিএনএন এ খবর জানিয়েছে।
প্রতিবেদন অনুসারে, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ২০ জনেরও বেশি এফবিআই এজেন্টকে বরখাস্ত করেছে। এদের মধ্য অন্তত ১৫ জন সেদিন হাঁটু গেড়ে বসে বিক্ষোভে সমর্থন দেন।
গত ফেব্রুয়ারিতে রিপাবলিকান-নিয়ন্ত্রিত মার্কিন সিনেট এফবিআইয়ের প্রধান হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অনুগত কাশ প্যাটেলকে নিয়োগ দেয়। এরপর থেকে দেশটির সবচেয়ে বিশিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা এফবিআই-এর কর্মকর্তাদের ধারাবাহিকভাবে বরখাস্ত করা হয়েছে।
২০২০ সালের মে মাসে ওয়াশিংটন ডিসিতে একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি জর্জ ফ্লয়েডকে ঘাড়ে হাঁটু রেখে হত্যা করেছিলেন এক পুলিশ অফিসার। এটি বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
এদিকে বরখাস্তের খবর প্রকাশের পর এফবিআই এজেন্টস অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়েছে। তারা বলেছে, কাশ প্যাটেলের বিপজ্জনক নতুন পদক্ষেপগুলো ব্যুরোকে দুর্বল করে তুলছে। তারা মূল্যবান দক্ষতা হ্রাস করছে এবং নেতৃত্ব ও কর্মীবাহিনীর মধ্যে আস্থা নষ্ট করছে। দক্ষ এজেন্ট নিয়োগ ও ধরে রাখা কঠিন করে তোলা হচ্ছে। এটি শেষ পর্যন্ত আমাদের জাতিকে আরও ঝুঁকির মধ্যে ফেলেছে।
বিবিসির পক্ষ থেকে এই প্রতিবেদনের বিষয়ে যোগাযোগ করা হলে এফবিআই কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।