
আগামী ২৮ সেপ্টেম্বর পর্দা নামবে এশিয়া কাপের। ফাইনালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। এশিয়া কাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে এই দুই দল।
চলতি এশিয়া কাপে তৃতীয়বার মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। আগের দুই দেখায় ভারতের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। দুই ম্যাচেই দাপট দেখিয়ে জয় তুলে নেয় সূর্যকুমার যাদবের দল। ফাইনালে পাক ক্রিকেটারদের মানসিকতা বদলের পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক তারকা পেসার শোয়েব আখতার।
টিভি শো ‘গেম অন হ্যায়’-তে শোয়েব বলেন, ‘নিজেদের মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। তাদের (ভারতের) অভেদ্য ভাবমূর্তি পাশে সরিয়ে দাও, ভেঙে দাও। এটা ভাবলে হবে না যে, ভারতের বিরুদ্ধে খেলছো। বাংলাদেশের বিপক্ষে যে মানসিকতা নিয়ে খেলেছিলে, সেই মানসিকতা দরকার। ২০ ওভার বোলিং করতে হবে না, উইকেট তুলতে হবে।’
তিনি আরও বলেন, ‘মনে রেখো, অভিষেক শর্মা যদি প্রথম দুই ওভারের মধ্যে আউট হয়, ভারত সমস্যায় পড়বে। তারা যে শুরুটা পাচ্ছে, সেটা অভিষেককে হারালে আর পাবে না। অভিষেক ভুল করবেই, বল মিসটাইম করবেই। তোমাদের শুধু সুযোগ কাজে লাগাতে হবে। শুরুতেই আক্রমণে গেলে ভারত বুঝবে রান তোলা এত সহজ নয়।’