
আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। আসন্ন নির্বাচনে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের প্রার্থীতা নিয়ে প্রশ্ন উঠেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজের কাউন্সিলরশিপের আপত্তির শুনানিতে হাজির হন তামিম।
বিসিবির নির্বাচন যতই এগিয়ে আসছে, ওল্ড ডিওএইচএস কাউন্সিলর হিসেবে নির্বাচনে অংশ নিতে যাওয়া তামিমের ওপর চাপও তত বাড়ছে। শুনানিতে অংশ নেওয়ার পর গণমাধ্যমকে সাবেক এই টাইগার অধিনায়ক বলেন, ‘আমি ভয়ডরহীন (ফিয়ারলেস) ভাবেই চেষ্টা করছি। চাপ আমার ওপরে অনেক আছে। কালকে আমার কাউন্সিলরশিপও বাতিল হয়ে যেতে পারে। এখন কেন হবে, এটা আপনারা খুব ভালো করে বোঝেন।’
এখনও বিসিবি নির্বাচন সুষ্ঠ হওয়ার ব্যাপারে আশাবাদী তামিম। তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচন কেন হবে না? আমাদের এই মুহূর্তে যে সরকার আছে, এই সরকারের দায়িত্বের মধ্যে কি এটা নাই যে সংস্কার করা? সরকারের একটা অংশ যদি এভাবে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে, তাহলে ভাইয়া এটা কি একটা ভালো উদাহরণ হয়ে দাঁড়াচ্ছে?’
ওল্ড ডিওএইচএসের কাউন্সিলরশিপ নিয়ে আপত্তি প্রসঙ্গে তামিম বলেন, ‘আমার নামে যিনি কমপ্লেইন করছেন, সেই তিনি বিভিন্ন জায়গায় বলে যাচ্ছেন, তিনি অভিযোগ করেন নাই। চিঠিতে উল্লেখ করা আছে যে, ওল্ড ডিওএইচএস-এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। ওল্ড ডিওএইচএস-এর কমিটিটা খুঁজে বের করে দেখেন আমি আছি কি নাই। আমার এটা লজ্জা লাগতেছে যে আজকে আমার এই জায়গায় এসে এই জিনিসগুলো এক্সপ্লেইন করতে হচ্ছে।’
বিসিবি নির্বাচন নিয়ে ‘নোংরামি’র অভিযোগ তুলে তিনি বলেন, ‘আমি ক্রিকেটের সিনিয়রদের থেকে শুনেছি, ক্রিকেট বোর্ডের ইতিহাসে কোনোদিন এত নোংরামি তারা দেখেননি। যে জিনিসটা আপনারা করে যাচ্ছেন, এটা কিন্তু একটা ইতিহাস হয়ে যাবে এবং পরবর্তীতেও কিন্তু এই জিনিসগুলোই অনুসরণ করা হবে। এই জিনিসগুলো আপনারা কইরেন না। সৎভাবে নির্বাচনটা করেন।’