
এশিয়া কাপ শুরুর আগে আফগানিস্তানকে এশিয়ার দ্বিতীয় সেরা দল বলেছিলেন জনপ্রিয় ধারাভাষ্যকার ও ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার। তবে তার ভুল ভেঙেছে। মাঞ্জরেকারের কাছে ভারতের পর এশিয়ার দ্বিতীয় সেরা দল এখন বাংলাদেশ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) ভারতের কাছে ৪১ রানে হেরেছে বাংলাদেশ। বিরতি ছাড়ায় আজ (বৃহস্পতিবার) পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে লিটন দাসের দল। এই ম্যাচ জিতলেই ফাইনালে উঠবে টাইগাররা।
বাংলাদেশের একটি স্যাটেলাইট চ্যানেলকে মাঞ্জরেকার বলেন, ‘গত কয়েক সপ্তাহে সবগুলো দল দেখার পর প্রথমে ভেবেছিলাম ভারতের পর হয়তো আফগানিস্তানই শক্তিশালী এবং এরপর শ্রীলঙ্কা, পাকিস্তান কিংবা বাংলাদেশের শক্তিমত্তা কাছাকাছি।’
ভারতের পর বাংলাদেশ দ্বিতীয় সেরা দল উল্লেখ করে তিনি বলেন, ‘তবে এখন স্পষ্টভাবে বুঝা যাচ্ছে বাংলাদেশ দ্বিতীয় সেরা দল। শ্রীলঙ্কার বোলিং দুর্বল। কিন্তু বাংলাদেশ মোটামুটি সব সেক্টরেই ভালো করছে। বর্তমান ফর্মে বাংলাদেশই দ্বিতীয় সেরা এই টুর্নামেন্টে।’