
এশিয়া কাপে সুপার ফোরে ভারতের বিপক্ষে ছিলেন না নিয়মিত অধিনায়ক লিটন দাস। চোটের কারণে খেলতে পারেননি তিনি। লিটন না থাকায় ভারতের বিপক্ষে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক। প্রথমবার নেতৃত্ব দিতে নেমে শুরুটা ভালো হয়নি জাকেরের, বাংলাদেশ হেরেছে ৪১ রানে।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সহ-অধিনায়ক নেই। ফলে নিয়মিত অধিনায়ক লিটনের অনুপস্থিতিতে দায়িত্বটা কে পাবেন সেই প্রশ্ন ছিল। তবে অধিনায়কত্ব করার বিষয়টি জাকের এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে থেকেই জানতেন। ভারত ম্যাচ শেষে এমনটাই জানিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জাকের বলেন, ‘(লিটনের জন্য) শেষ পর্যন্ত অপেক্ষা করার প্ল্যানই ছিল। যদি এমন কিছু হয়, আমাকে দেশে থেকেই বলা ছিল যদি দরকার হয় তুমি দায়িত্বে থাকবে। এটা আমাকে অনেক আগে থেকেই বলা ছিল, হয়তো মিডিয়াতে বলা হয়নি, কিন্তু আমি জানতাম আগে থেকেই।’
ভারতের ম্যাচের পর বিরতি ছাড়ায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। যা দুই দলের জন্যই অলিখিত সেমিফাইনাল। এই ম্যাচে লিটনের ফেরা প্রসঙ্গে জাকের বলেন, ‘উনি (লিটন) রিকভারিতে আছেন। কালকের (পাকিস্তানের বিপক্ষে) ম্যাচ পর্যন্ত অপেক্ষা করবো। অবশ্যই শেষ পর্যন্ত চেষ্টা করবো। (একাদশে বাকি) ৩ পরিবর্তন কম্বিনেশন, রেস্ট (বিশ্রাম) মিক্স করেই করা হয়েছে। দলের জন্য যা ভালো তা চিন্তা করে।’