
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার বিভিন্ন ত্রাণ বিতরণ কেন্দ্রে খাবার সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে প্রাণ দিতে হচ্ছে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাফাহ’র উত্তরের দিকে সহায়তা চাইতে গিয়ে ইসরায়েলি বাহিনীর (আইডিএফ) গুলিতে ৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
গাজার অ্যাম্বুল্যান্স সূত্রের মতে, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে আট জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন।
প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে চলমান যুদ্ধের শুরু থেকে গাজায় মৃতের সংখ্যা দাঁড়াল প্রায় ৬৫ হাজার ৪০০ জনে। আহত হয়েছেন অন্তত ১ লাখ ৬৭ হাজার মানুষ।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, গত এক দিনে নিহতদের মরদেহ বিভিন্ন হাসপাতালে পৌঁছেছে এবং আহত হয়েছেন অন্তত ১৯০ জন। মন্ত্রণালয় জানিয়েছে, বহু মৃতদেহ এখনো ধ্বংসস্তূপ ও সড়কে পড়ে আছে, যেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি।
এদিকে শত শত ফিলিস্তিনি তাদের পরিবারের জন্য খাবার পাওয়ার তীব্র আকাঙ্ক্ষায় বিতরণ কেন্দ্রগুলোতে যাওয়ার সময় মারা যাচ্ছেন। এই কেন্দ্রগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত জিএইচএফ সংস্থা পরিচালনা করছে। তবে, সংস্থাটির বিভিন্ন অনিয়ম নিয়ে ইতোমধ্যে অভিযোগ করেছে জাতিসংঘ।
একইসঙ্গে ত্রাণ কেন্দ্রগুলোতে ব্যাপক ভিড় থাকায় অনেকেই খাবার সংগ্রহ করতে ব্যর্থ হয়েছেন কিংবা গুরুতরভাবে আহত হয়েছেন। এছাড়াও অনেক ফিলিস্তিনিকে দেখা যায় রাস্তায় পড়ে থাকা খাবার সংগ্রহ করতে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গেলে ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত ৩ জন নিহত ও ১৫ জনের বেশি আহত হয়েছেন। চলতি বছরের ২৭ মে থেকে এখন পর্যন্ত সাহায্য সংগ্রহের চেষ্টায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২,৫২৬ জনে এবং আহত হয়েছেন ১৮,৫১১ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ বছরের ১৮ মার্চ থেকে ইসরায়েল আবারও গাজায় তীব্র হামলা শুরু করে। এরপর থেকে নিহত হয়েছেন ১২ হাজার ৮২৩ জন এবং আহত হয়েছেন ৫৪ হাজার ৯৪৪ জন। এভাবে জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যত ভেঙে যায়।
গাজার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পাশাপাশি গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলাও চলছে।