
এশিয়ান ফুটসাল চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বে অভিষেক টুর্নামেন্ট থেকে খালি হাতে ফিরল বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের কাছে ৮-২ গোলে হেরে টুর্নামেন্ট শেষ করল দলটি। যদিও ম্যাচের প্রথমার্ধে ছিল ১-১ গোলে সমতা।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে ১১তম মিনিটে আমিরাতের এক গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। পরের মিনিটেই দ্রুত জবাব দেয় বাংলাদেশ, মোস্তফা চৌধুরীর গোলে ম্যাচে সমতা ফেরায় লাল-সবুজ শিবির। ঠিক এরপরেই বড় ধাক্কা খায় আরব আমিরাত। তাদের খেলোয়াড় আলী ইব্রাহিম মোহাম্মদ লাল কার্ড দেখে দুই মিনিটের জন্য মাঠ ছাড়েন। তবে সংখ্যাগত সুবিধা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।
প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে সমতায়। কিন্তু দ্বিতীয়ার্ধে আমিরাত ঝড় তোলে। একের পর এক গোল করে তারা। দ্বিতীয়ার্ধে তারা করে মোট সাতটি গোল। বাংলাদেশের হয়ে মোস্তফা চৌধুরী আরও একটি গোল পরিশোধ করলেও হার এড়ানো সম্ভব হয়নি।