
অস্ট্রেলিয়া সরকার সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সর্বনিম্ন বয়স সংক্রান্ত আইনের নিয়ন্ত্রক নির্দেশিকা প্রকাশ করেছে। আগামী ১০ ডিসেম্বর থেকে এ আইন কার্যকর হবে। এই আইনের ফলে অস্ট্রেলিয়াতে বসবাসরত ১৬ বছরের কম বয়সি শিশুরা সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট চালু করতে পারবে না। নতুন নির্দেশিকাটি দেশটির ই-সেফটি কমিশন কর্তৃক প্রকাশিত হয়েছে। এটি বিভিন্ন প্রযুক্তি সংস্থার জন্য নির্দেশিকার কাজ করবে। এই নির্দেশিকা ব্যবহার করে নির্ধারণ করা যাবে সোশ্যাল মিডিয়ার কোন সেবা কোন বয়সে ব্যবহার করা যাবে। পেশাদার নেটওয়ার্কিং, শিক্ষা বা স্বাস্থ্য সহায়তা বা অনলাইন গেম খেলার সুবিধা দেয় এমন সাইটের জন্য নতুন নির্দেশিকা কাজ করবে।
ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে শুরু করে টিকটকের জন্য নতুন আইন প্রযোজ্য হবে। অস্ট্রেলিয়া সরকার যুক্তিসঙ্গত পদক্ষেপ হিসেবে কী কী করা উচিত তার রূপরেখা দিয়েছে। এই আইন বিভিন্ন প্রযুক্তি সংস্থাকে মেনে চলার জন্য উপযুক্ত ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে। বিভিন্ন সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মের কাছে দেশটির সরকার আইন মানার আশা করছে। নতুন আইন অনুসারে বিদ্যমান অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের অ্যাকাউন্ট শনাক্ত করে তা নিষ্ক্রিয় বা অপসারণ করা হবে। সরকারি পরামর্শ অনুসারে অ্যাকাউন্ট সরিয়ে ফেলার বিষয়টিকে ব্যবহারকারীদের সরাসরি জানানোর জন্য বলা হয়েছে।
তবে বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহারকারীর কনটেন্ট মুছে ফেলবে কি না তা এখনো স্পষ্ট নয়। ১৬ বছর বয়স হলে কোনো অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির অ্যাকাউন্ট আবার সক্রিয় করা যাবে কি না তাও এখনো পরিষ্কার নয়। আইন অনুসারে, বিভিন্ন প্ল্যাটফর্মে অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের পুনরায় নিবন্ধন বা পরিহার করা থেকে বিরত রাখতে হবে। এমন ব্যবস্থা নিতে হবে যা ভিপিএনের মতো কৌশল প্রতিহত করতে পারে। অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা বয়স-নিশ্চিতকরণ প্রযুক্তির ভুলের কারণে অ্যাকাউন্ট ব্যবহার করছে কি না পর্যবেক্ষণ করা হবে।
যদিও ১৬ বছরের কম বয়সি অস্ট্রেলিয়ানদের সম্পূর্ণরূপে সামাজিক মাধ্যমের কনটেন্ট অ্যাক্সেস থেকে নিষিদ্ধ করা হচ্ছে না। ১৬ বছরের কম বয়সিরা এখনো অনলাইনে অ্যাকাউন্ট লগইন না করেই সামাজিক মাধ্যমের কনটেন্ট দেখতে পারবে। ওয়েব ব্রাউজারে ইউটিউব দেখার মতো কাজগুলো করতে পারবে। তরুণরা এখনো বয়স্ক ব্যক্তিদের অ্যাকাউন্টের মাধ্যমে কনটেন্ট অ্যাক্সেস করতে পারবে। অভিভাবকদের নতুন নিয়ম বোঝা ও অনলাইনে কনটেন্ট অ্যাক্সেস করার সময় তরুণদের গাইড করা চালিয়ে যেতে হবে।