
চ্যাম্পিয়নস লিগের প্লে-অফ বাধা পেরোতে না পারায় ফেনারবাচে থেকে বরখাস্ত হন হোসে মোরিনহো। বরখাস্ত হওয়ার তিন সপ্তাহেরও কম সময়ের মধ্যে আবারও ডাগআউটে ফিরলেন হোসে মোরিনহো। দুই দশকের বেশি সময় পর তিনি নিজ দেশ পর্তুগালে ফিরে এসেছেন বেনফিকার হেড কোচ হিসেবে। ২০২৭সালের জুন পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এই পর্তুগিজ কোচ।
এর আগে ২০০০-০১ মৌসুমে মাত্র ১১ ম্যাচে দায়িত্ব পালন করে বেনফিকা ছেড়েছিলেন মোরিনহো। ২৫ বছর পর আবারও লিসবনের ক্লাবটির দায়িত্ব নিতে আসলেন তিনি। এবার তার সামনে চ্যালেঞ্জ চ্যাম্পিয়নস লিগে আজারবাইজানের কারাবাগের কাছে হার দিয়ে শুরু করা দলকে ঘুরে দাঁড় করানো।
গেল পরশু রাতে পর্তুগিজ লিগে এভিএসের বিপক্ষে মাঠে নেমেছিল বেনফিকা। প্রথম ম্যাচের নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই পর্তুগিজ কোচ। ম্যাচে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মোরিনহোর দল। নিজের প্রত্যাবর্তনের রাতে জয় নিয়ে মাঠ ছাড়ার পর সংবাদ সম্মেলনে মোরিনহো জানান, এখনো পর্তুগাল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার স্বপ্ন দেখেন দুইবারের চ্যাম্পিয়নস লিগ জয়ী এই কোচ।
নিজের ভবিষ্যৎ ক্যারিয়ার সম্পর্কে বলেছিলেন, ‘আমি সবসময় ভাবতাম যে আমি পর্তুগালে ফিরে আসবো। আমি জানি যে জাতীয় দল শিগগিরই আসবে। একদিন, আমি পর্তুগিজ জাতীয় দলের দায়িত্ব নেব। এটা আমার ক্যারিয়ারের একটা স্বাভাবিক ধারাবাহিকতা।’
যদিও বর্তমানে পর্তুগাল জাতীয় দলের দায়িত্ব পালন করছেন রবার্তো মার্টিনেজ। চুক্তি অনুযায়ী আগামী বছর অনুষ্ঠিত হওয়া ফুটবল বিশ্বকাপে পর্তুগালের ডাগ আউট সামলাবেন তিনি।