
ভারতের দিল্লি–পুরী রুটের পুরুষোত্তম এক্সপ্রেস ট্রেনের প্রথম শ্রেণির এসি কামরায় ভ্রমণকারী এক পরিবারের বিরুদ্ধে ট্রেনের বিছানার চাদর ও তোয়ালে চুরির অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা দেশজুড়ে সমালোচনার ঝড় তুলেছে।
রোববার (২১ সেপ্টেম্বর) এনডিটিভির খবরে জানানো হয়, ট্রেন থেকে নামার পর স্টেশনের প্ল্যাটফর্মে অভিযুক্ত যাত্রীদের ব্যাগ তল্লাশি করেন রেলকর্মীরা। এসময় তাদের ব্যাগ থেকে একের পর এক চাদর ও তোয়ালে উদ্ধার করা হয়। রেলকর্মীদের একজন বলেন, ‘চার সেট চাদর-তোয়ালে পাওয়া গেছে। এগুলো দিয়ে দিন, নয়তো ৭৮০ টাকা জরিমানা দিতে হবে।’
অভিযুক্ত যাত্রীরা দাবি করেন, তাদের মা ভুল করে চাদরগুলো ব্যাগে গুছিয়ে ফেলেছেন। তবে রেল কর্তৃপক্ষের পাল্টা প্রশ্ন, ‘ভুল করে কেউ এভাবে পুরো সেট ব্যাগে ভরে নেয়?’ এ সময় একজন রেল কর্মকর্তা বলেন, ‘জরিমানা দিন, আমি রসিদ দেব। না হলে পিএনআর নম্বর থেকে এফআইআর করে পুলিশ ডাকব।’
ভিডিওটি এক্স (সাবেক টুইটার) সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনরা একে “লজ্জাজনক”, “ঘৃণ্য” এবং “সততার অভাবের নিদর্শন” বলে মন্তব্য করেন। কেউ কেউ অভিযুক্তদের বিরুদ্ধে আজীবন ট্রেন ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়ার দাবিও জানান।
একজন এক্স ব্যবহারকারী লেখেন, “প্রথম শ্রেণির এসিতে ভ্রমণ গর্বের বিষয়, কিন্তু চাদর চুরি করা অত্যন্ত অপমানজনক।” আরেকজন মন্তব্য করেন,
“এগুলো ব্যক্তিগত সম্পত্তি নয়, এগুলো জনগণের সম্পদ। এর অপব্যবহার করা চরম অসভ্যতা।”
ভারতীয় রেল দীর্ঘপথের এসি ও স্লিপার শ্রেণির যাত্রীদের জন্য চাদর, তোয়ালে, কম্বল ইত্যাদি সরবরাহ করে। যাত্রার শেষে এসব ফেরত দেওয়া বাধ্যতামূলক। কিন্তু কিছু যাত্রী নিয়ম ভঙ্গ করে এসব সামগ্রী সঙ্গে নিয়ে চলে যান—এমন অভিযোগ প্রায়ই সামনে আসে।