
ডিউটি ও কোটা ফি’র সুবিধা গার্মেন্টসশিল্প ছাড়া কোনো শিল্পে কাজে লাগানো সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
রোববার (২১ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের ভবনে দুই দিনব্যাপী অটোমোবাইলস অ্যান্ড অ্যাগ্রো-মেশিনারি ফেয়ার সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, অটোমোবাইল লিডারশিপ হতে হবে নিজস্ব সক্ষমতার ওপর ভিত্তি করে। উদ্যোক্তাদের সর্বোচ্চ সুযোগ দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসময় উপদেষ্টা অর্থনৈতিক নীতি প্রণয়নে সবাইকে একত্রিত হওয়ার আহবান জানান। পাশাপাশি আগামী ১০ বছরে সবাই একই টাইপের গাড়ি ব্যবহার করবে এমন লক্ষ্য নিয়ে গাড়ি উৎপাদন বাড়ানোর তাগিদ দেন।
একই অনুষ্ঠানে হা মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ বলেন, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ব্যাংক সাপোর্ট দিতে না পারলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে না। পাশাপাশি দেশের বেকারত্বও কমানো যাবে না। ক্ষুদ্র ব্যাবসায়ীরা লোন পরিশোধ করতে পারবে না ব্যাংকগুলোকে এ মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে।