Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Follow Us
Follow Us
English English

টেলিভিশন নাটক রচনায় শফিকুর রহমান শান্তনু’র মাস্টারক্লাস

টেলিভিশন নাটক রচনায় শফিকুর রহমান শান্তনু’র মাস্টারক্লাস টেলিভিশন নাটক রচনায় শফিকুর রহমান শান্তনু’র মাস্টারক্লাস
টেলিভিশন নাটক রচনায় শফিকুর রহমান শান্তনু’র মাস্টারক্লাস


বাংলাদেশে টেলিভিশন নাটকের জনপ্রিয়তা এখনো আকাশছোঁয়া। কিন্তু এই মাধ্যমে মানসম্মত গল্প ও চিত্রনাট্যের চাহিদা সবসময়ই বেশি। সেই চাহিদা পূরণের লক্ষ্যেই আয়োজন করা হচ্ছে ‘SCRIPT WRITING–TV DRAMA’ মাস্টারক্লাস, যেখানে প্রশিক্ষক হিসেবে থাকছেন দেশের অন্যতম জনপ্রিয় নাট্যকার শফিকুর রহমান শান্তনু।

এই বিশেষ আয়োজনে অংশগ্রহণকারীরা শিখবেন টেলিভিশন নাটকের জন্য শক্তিশালী গল্প বলার কৌশল, পেশাদার চিত্রনাট্য নির্মাণ, এবং কীভাবে লেখালেখির মাধ্যমে ক্যারিয়ার গড়ে তোলা যায়। শুধু লেখালেখি নয়, এখানে পাওয়া যাবে শিল্পের ভেতরের অভিজ্ঞতা ও আর্থিক সম্ভাবনার দিকনির্দেশনাও।

Advertisement



মাস্টারক্লাসটি অনুষ্ঠিত হবে আগামী ২৬ সেপ্টেম্বর, ২০২৫ (শুক্রবার), বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত, ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্র, বাংলামটর প্রাঙ্গণে। সীমিত আসনের এই আয়োজনে থাকছে মাত্র ৩০ জনের সুযোগ।

আয়োজনটি করেছে Academy of Creative Professionals (ACP)। অংশগ্রহণের জন্য 0184152719 এই নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।

উল্লেখ্য, শফিকুর রহমান শান্তনু নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ বিভাগ থেকে নাটক রচনা বিষয়ে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর শেষে লেখালেখিকেই পেশা হিসেবে বেছে নেন। পাশাপাশি জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে শিক্ষকতা করছেন। ভাষায় রসবোধ ও জীবনের গভীর উপলব্ধিকে স্পর্শ করাই তার লেখার বিশেষত্ব। শ্রেষ্ঠ নাটক রচয়িতা হিসেবে পেয়েছেন আলফা তারকা পুরস্কার ২০১৭, আরটিভি স্টার এ্যাওয়ার্ড ২০২০। 


প্রশিক্ষণার্থীদের সঙ্গে শিক্ষক ও নাট্যকার শফিকুর রহমান শান্তনু। ছবি: সংগৃহীত

ধারাবাহিক ও একক নাটকসহ এপর্যন্ত ৫০০’র ওপরে টিভি নাটক লিখেছেন যেগুলি বিটিভি সহ অন্যান্য স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত। ‘ডাংগুলি’, ‘ভালোবাসার উল্টো পিঠ’, ‘টার্মিনাল’, ‘বাতিঘর’, ‘চোখের ক্ষুধা’, ‘পাল্টা হাওয়া’, ‘ধানশালিকের গাঁও’, ‘ছলে বলে কৌশলে’, ‘সোনার শেকল’, ‘সেকেন্ড হ্যান্ড’, ‘থ্রি কমরেডস’, ‘ইতি তোমার মা’, ‘কাতান শাড়ি’, ‘অবাক যোগসূত্র’, ‘তৃতীয় বিবাহবার্ষিকী’ তার উল্লেখযোগ্য নাটক। 

একসময়ে গান লিখেছেন ব্যান্ডসঙ্গীতশিল্পী আইয়ূব বাচ্চু, এসআই টুটুলসহ অনেকের জন্যে। লেখালেখির শুরুটা গল্প দিয়ে। দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে গল্প প্রকাশিত হয়েছে। এরপর ঈদসংখ্যায় উপন্যাস। সেই সূত্র ধরে বই প্রকাশের যাত্রা শুরু। ইতোমধ্যে তার ভিন্নস্বাদের উপন্যাস ‘খামসূত্র’, ‘গবলিন’ ‘কেউ কেউ পুরনো হয় না’ সহ বেশ কিছু উপন্যাস পাঠকপ্রিয়তা পেয়েছে।





Source link

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Add a comment Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post
প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা

প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা

Next Post
নিজেদের টাকায় কেনা নতুন দুই জাহাজ যুক্ত হচ্ছে বিএসসির বহরে

নিজেদের টাকায় কেনা নতুন দুই জাহাজ যুক্ত হচ্ছে বিএসসির বহরে

Advertisement