
মেয়েদের ক্রিকেটে দুর্দান্ত এক ম্যাচ দেখেছে ক্রিকেট বিশ্ব। ভারতের বোলারদের বেধড়ক পিটিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৪১২ রানের পুঁজি পায় অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। জবাবে বেশ লড়াই করে ভারত। তবে শেষ পর্যন্ত ৪৩ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় হারমানপ্রীত কৌরের দলকে।
শনিবার (২০ সেপ্টেম্বর) আগে ব্যাট করতে নেমে পুরো ৫০ ওভার খেলতে পারেনি অস্ট্রেলিয়া। ৪৭ ওভার ৫ বলেই স্কোরবোর্ডে যোগ করে ৪১২ রান। যা তাদের ওয়ানডে ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ সংগ্রহ। অস্ট্রেলিয়ার পক্ষে বেথ মোনি করে সর্বোচ্চ ৭৫ বলে ১৩৮ রান। এছাড়া জর্জিয়া ভোল ৮১ ও এলিস পেরি করেন ৬৮ রান।
৪১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্মৃতি মান্ধানার ব্যাটে বেশ ভালো লড়াই করে ভারত। ৬৩ বলে ১২৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন এই ব্যাটার। তবে ৪৭ ওভারে ৩৬৯ রানে অলআউট হয় ভারত।
দুই দল মিলিয়ে এই ম্যাচে মোট রান হয়েছে ৭৮১। নারী ওয়ানডে আগে কখনও এক ম্যাচে এত রান দেখেনি। এর আগে সর্বোচ্চ ৬৭৮ রান হয়েছিল ২০১৭ সালে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচে।
নারী ওয়ানডেতে এই প্রথমবার কোনো ইনিংসে চারশো রান বা তার বেশি হজম করল ভারত। ভারতের বিপক্ষে আগে সর্বোচ্চ ৩৭১ রান ছিল অজি মেয়েদের।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করে ভারত করেছে ৩৬৯ রান।নারী ওয়ানডেতে দ্বিতীয় ইনিংসে আর কোনো দলই এত রান করতে পারেনি। আগের সর্বোচ্চ ছিল দক্ষিণ আফ্রিকার। এই ভারতের বিপক্ষেই ৩২১ রান করেছিল প্রোটিয়া মেয়েরা।
এই ম্যাচে মোট ৯৯টি চার ও ১২টি ছক্কা হয়েছে। নারী ওয়ানডেতে দুটিই রেকর্ড। চার-ছক্কা মিলিয়ে ১১১ বাউন্ডারি। নারী ওয়ানডেতে এক ম্যাচে বাউন্ডারি একশ স্পর্শ করল এই প্রথম। এর আগে এক ম্যাচে সর্বোচ্চ চার ছিল ৮৩টি, সবচেয়ে বেশি ছক্কা ছিল ৮টি।