
ইউরোপের দেশ পর্তুগালও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে। আগামী রোববার (২১ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা আসবে বলে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, জাতিসংঘের আসন্ন উচ্চপর্যায়ের সম্মেলনের আগেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। চলতি সপ্তাহে যুক্তরাজ্য সফরের সময় পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো র্যাঙ্গেল বিষয়টি নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন।
এর আগে গত বছরের মে মাসে প্রতিবেশী স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। তখন স্পেন অন্যান্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকেও একই পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছিল। তবে সেই সময় পর্তুগাল অপেক্ষাকৃত সতর্ক অবস্থান নেয়।
ইইউ’র ২৭ সদস্যদেশের মধ্যে এখনও অল্প কয়েকটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে রয়েছে সুইডেন, সাইপ্রাস ও কিছু সাবেক কমিউনিস্ট রাষ্ট্র।
আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিন ইস্যু বড়ভাবে আলোচিত হবে। এ সময় যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, বেলজিয়াম ও লুক্সেমবার্গও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে বলে জানা গেছে।