
অ্যাথলেটিকস দুনিয়া ওয়ার্ল্ড অ্যাথলেটিকসের ২০০ মিটার স্প্রিন্টের শেষ দৃশ্যটা দেখার অপেক্ষায় ছিল। এবার এক সঙ্গে একাধিক স্প্রিন্টার ২০০ মিটার ইভেন্টের পদকের দিকে হাত বাড়িয়ে ছিলেন। ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণজয়ী যুক্তরাষ্ট্রের নোয়াহ লাইলসকে কেউ হারাতে পারেননি। ২০০ মিটারেও তিনি স্বর্ণ জয় করলেন, বিশ্ব জয় করলেন। সব আকর্ষণ তুলে নিয়ে গেলেন লাইলস। পুরো দুনিয়াটা কাঁপিয়ে দিলেন ২৮ বছর বয়সী লাইলস।
এপ্রিলে চোট পাওয়া লাইলস মাত্র এক মাস অনুশীলন করে দুই ইভেন্টে শ্রেষ্ঠত্ব নিয়ে যাচ্ছেন। ২০০ মিটারে ১৯.৫২ সেকেন্ড সময় নিয়েছেন। আরেক মার্কিন অ্যাথলেট বেডনারেক দ্বিতীয় হয়েছেন ১৯.৫৮ সেকেন্ড সময় নিয়ে। জ্যামাইকান লেভেল তৃতীয় হয়েছেন ১৯.৬৪ সেকেন্ড সময় নিয়ে।
২০০ মিটার স্প্রিন্টে একই চিত্র। যুক্তরাষ্ট্রের লাইলস এবং মেলিসা জেফারসন উডেন বিশ্বের দ্রুততম মানব-মানবী হয়েছেন। মাত্র পাঁচ দিন আগে, আবার সেই দুজনই ২০০ মিটারে স্বর্ণ জয় করলেন। জেফারসন সময় নিয়েছেন ২১.৬৮ সেকেন্ড।
প্যারিস অলিম্পিক গেমসে ২০০ মিটার লড়াইয়ে লাইলস পদক জয় করতে পারেননি। বতসোয়ানোর লেসিল তেবেগোর কাছে হেরেছিলেন। তেবেগো স্বর্ণ নিয়ে ঘরে ফিরেছিলেন। সেই তেবেগোকেই এবার হারানোর মূল টার্গেট ছিল লাইলসের। লাইলস দৌড়ানোর সময় তাকাচ্ছিলেন তেবেগোর দিকে। কিন্তু চোখের পলকে তেবেগো চতুর্থ স্থানে (১৯.৬৫ সেকেন্ড) চলে গেলেন।
জাপানের দর্শক লাইলসের ভক্ত। শুরু থেকেই জাপানিরা লাইলসের নাম শুনলেই লাফিয়ে উঠেছেন। গতকাল রাতে জাপান ন্যাশনাল স্টেডিয়ামে জাপানের দর্শকরাও লাইলসের খেলা দেখার জন্য অপেক্ষায় ছিলেন। লাইলস যখন ল্যান্ডমার্ক স্পর্শ করে ফেললেন তখন জাপানিরা গ্যালারির চেয়ার ছেড়ে দাঁড়িয়ে চিৎকার করতে শুরু করেন। এমনকি জাপানি সাংবাদিকরাও আওয়াজ তুলেন।
লাইলস পা থেকে বুট জোড়া খুলে ফিতার সঙ্গে বেঁধে নেন। গলায় ঝুলিয়ে ছুটতে থাকেন দর্শকের দিকে। গ্যালারিতে তার মা ছিলেন। ওখানে গিয়ে মাকে জড়িয়ে ধরেন। ক্যামেরার সামনে নানাভাবে ছবির পোজ দেন। এক লাইলস এভাবে দুনিয়াটা কাঁপিয়ে দিচ্ছেন জাপানিরা দেখে মুগ্ধ। লাইলস জাপানিদের ভালোবাসার জবাব দিয়েছেন। সব বাধা টপকে গিয়ে গ্যালারিতে যান। জাপানি সমর্থকদের সঙ্গে ছবি তোলেন। সেখান থেকে নেমে গিয়ে অন্যান্য সব জাপানির সঙ্গে হাত নেড়ে ভালোবাসার জবাব দেন। সাংবাদিকদের প্রশ্নে জানতে চাইলে লাইলস বলেন, আরও স্বর্ণ জিততে চাই।’
লাইলসের পর যুক্তরাষ্ট্রের মেলিসা জেফারসন উডেন দুনিয়া কাঁপিয়ে দিলেন। মেলিসা জেফারসন উডেনকে স্পর্শ করার মতো কেউ ছিলেন না। ইংল্যান্ডের এ্যামি হান্ট (২২.১৪) এবং জ্যামাইকান তারকা শেরিকা জ্যাকসন (২২.১৮) তৃতীয় হয়েছেন।