
হায়দ্রাবাদে শুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং করতে গিয়ে আঘাত পান দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় এই অভিনেতা। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই অভিনেতার অনুরাগীদের মনে দুশ্চিন্তার কালো মেঘ ভিড় করে এসেছে। এখন কেমন আছেন অভিনেতা?
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, এ দুর্ঘটনার পরপরই বিজ্ঞাপনচিত্রের পরিচালক দ্রুত তাকে হাসপাতালে পাঠান। চিকিৎসক জানিয়েছেন, অভিনেতার আঘাত গুরুতর নয়। অল্পের উপর দিয়েই তা গিয়েছে। তার অবস্থা স্থিতিশীল রয়েছে। আগামী কয়েকদিন বিশ্রাম করলেই সুস্থ হয়ে উঠবেন অভিনেতা।
এদিকে, প্রিয় তারকার আহত হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্ত-অনুরাগীরা। তারা দাবি জানিয়েছেন, জুনিয়র এনটিআর-এর শারীরিক পরিস্থিতির কথা খোলাসা করে তাদের জানাতে হবে। কোন তথ্য গোপন রাখা চলবে না।
এর পরই অভিনেতার টিমের পক্ষ থেকে তার স্বাস্থ্যের বিষয়ে জানানো হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘শুটিং চলাকালীন অভিনেতা জুনিয়র এনটিআর আঘাত পেয়েছেন। যদিও সেই চোটের পরিমাণ গুরুতর নয়। তবে চিকিৎসকের পরামর্শে বেশ কিছুদিন আপাতত বিশ্রামে থাকবেন তিনি, অন্তত যতদিন না পুরোপুরি তিনি সেরে উঠছেন। আমরা প্রত্যেককে অনুরোধ করব এই বিষয় নিয়ে অযথা উদ্বিগ্ন হবেন না এবং কোনও গুজব ছড়াবেন না।’
যদিও অভিনেতার টিমের পক্ষ থেকে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিন শুটিং চলাকালীন কীভাবে তিনি আহত হন সেটাও জানানো হয়নি। তবে একথা স্পষ্ট জানানো হয়েছে যে, তৎক্ষনাৎ অভিনেতাকে প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। চিকিৎসক আপাতত দুই সপ্তাহের জন্য বিশ্রামে থাকতে ও পরামর্শ অনুযায়ী চলতে বলেছেন।
প্রসঙ্গত, কিছুদিন আগেই একটি ছবিতে দেখা যায় অভিনেতার ওজন অনেক কমে গিয়েছে। একদিকে যেমন অভিনেতার এই স্লিম চেহারা দেখে অনেকে অবাক হয়েছেন তেমন অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে। যদিও পরবর্তী সময়ে অভিনেতার ফিটনেস প্রশিক্ষক কুমার মান্নব জানান, সম্পূর্ণ নিয়ম মেনেই এই ওজন কমিয়েছেন অভিনেতা। এতে উদ্বেগের কোনও কারণ নেই।
জুনিয়র এনটিআর সর্বশেষ অভিনয় করেছেন গেল আগস্টে মুক্তি পাওয়া ‘ওয়ার ২’ ছবিতে। এই ছবিতে অভিনয় করার মাধ্যমে প্রথম বলিউডে পদার্পণ করেন তিনি। সিনেমায় হৃতিক রোশনের সঙ্গে অভিনয় করতে দেখা যায় অভিনেতাকে। অয়ন মুখার্জি পরিচালিত এই ছবিটি বক্স অফিসে তেমন ভালো আয় করতে পারেনি। বিশ্বব্যাপী ৩৬৪ কোটি টাকা এবং ভারতে মাত্র ২৩৬ কোটি টাকা আয় করেছে ছবিটি।
আগামীতে বেশ কয়েকটি সিনেমার কাজ নিয়ে বেশ ব্যস্ততা রয়েছে জুনিয়র এনটিআর-এর। এর মাঝেই ঘটে যাওয়া এই দুর্ঘটনার কারণে আপাতত কিছুদিন শুটিং থেকে দূরে থাকবেন অভিনেতা।