
চাচা আপন প্রাণ বাঁচা। শ্রীলঙ্কা এখন এই কাজটাই করতে চাইবে। জয়ের আগে নিজেদের শেষ চার নিশ্চিত করার সুযোগই নিবে তারা। আফগানিস্তানের বিপক্ষে ১০১ রান করতে পারলেই এশিয়া কাপের শেষ চার নিশ্চিত হবে তাদের।
শ্রীলঙ্কা এই লক্ষ্য পূরণ করলেই বিদায় বাংলাদেশের। তখন শ্রীলঙ্কার সঙ্গী হবে আফগানিস্তান। আর ১৭০ রানের লক্ষ্য তাড়া করে যদি জিততে পারে লঙ্কানরা তখন শেষ চারে যাবে বাংলাদেশ। বিপরীতে ১০১ রানের আগেই যদি শ্রীলঙ্কাকে আটকাতে পারে আফগানিস্তান তখনো ভাগ্য খুলবে বাংলাদেশের।
তবে আজ আফগানদের কম রানে অলআউট করার দারুণ সুযোগ পেয়েছিল শ্রীলঙ্কা। কেননা ৭৯ রানে ৬ উইকেট হারানো দলটার ১২০ করাই যে কঠিন হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু শেষ দিকে মরুর বুকে ঝড় তুললেন মোহাম্মদ নবী। ৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলে ত্রাণকর্তা হলেন আফগানদের।
এতে করে ১৭০ রানের বড় লক্ষ্য দাঁড় করাতে পারে রশিদ খানের দল।
ঝড়টা শেষ দুই ওভারে তুলেছেন নবী। বিশেষ করে দুনিত ভেল্লালাগের করা শেষ ওভারে। ২০তম ওভারে ৫টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তার আগের ওভারে শঙ্কা না হাঁকালেও টানা তিন চার মারেন দুষ্মন্ত চামিরাকে।
এতে করে শেষ দুই ওভারে নুর আহমেদকে নিয়ে ৪৯ রান নিয়েছেন নবী। ২৭২.৭২ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজিয়েছেন ৬ ছক্কা ও ৩ চারে। ৪০ বছর বয়সী দলের কঠিন সময়ে বুড়ো হাড়ের ভেলকি দেখিয়েছেন।