
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিন আজ (১৭ সেপ্টেম্বর)। এ উপলক্ষে তার পাওয়া ১ হাজার ৩শ’রও বেশি উপহার অনলাইন নিলামে তোলা হয়েছে। এ নিলাম কার্যক্রম চলবে আগামী ২ অক্টোবর পর্যন্ত।
প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া মূল্যবান সামগ্রীর মধ্যে সবচেয়ে দৃষ্টি আকর্ষণ করেছে একটি ভগবতী ভবানি মূর্তি, যার ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ কোটি ৩ লাখ রুপি। এছাড়া অযোধ্যার রাম মন্দিরের একটি মডেল রাখা হয়েছে ৫ লাখ ৫০ হাজার রুপিতে।
পিএম মেমেন্টোস ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে আরও বলা হয়, নিলামের শীর্ষ পাঁচ উপহারের মধ্যে রয়েছে ২০২৪ প্যারালিম্পিকসে পদকজয়ী খেলোয়াড়দের ব্যবহৃত তিন জোড়া জুতা, প্রতিটির ভিত্তিমূল্য ৭ লাখ ৭০ হাজার রুপি।
অন্যান্য উপহারের মধ্যে আছে জম্মু ও কাশ্মীরের পশমিনা শাল, রাম দরবারের তাঞ্জোর চিত্রকর্ম, ধাতব নটরাজ মূর্তি, গুজরাটের রোগন শিল্পকর্ম এবং নাগা শাল। এ বছরের বিশেষ আকর্ষণ হিসেবে রাখা হয়েছে প্যারিস প্যারালিম্পিকসে ভারতের প্যারা-অ্যাথলেটদের ব্যবহৃত খেলাধুলার স্মারক। সংস্কৃতি মন্ত্রণালয়ের ভাষ্যে, এগুলো ‘অদম্য মনোবল ও শ্রেষ্ঠত্বের প্রতীক’।
সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত দিল্লির ন্যাশনাল গ্যালারি অব মডার্ন আর্টে প্রদর্শিত এসব সামগ্রী আনুষ্ঠানিকভাবে নিলামের ঘোষণা দেন।
২০১৯ সালে প্রথম নিলামের আয়োজন থেকে এ পর্যন্ত মোদির উপহার বিক্রি করে ৫০ কোটিরও বেশি রুপি সংগ্রহ হয়েছে। এই অর্থ ব্যয় করা হচ্ছে ‘নমামি গঙ্গে’ প্রকল্পে, যা গঙ্গা নদী সংরক্ষণ ও দূষণমুক্ত করার উদ্যোগ।
সংস্কৃতি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই অনলাইন নিলাম কেবল ইতিহাসের অংশ অর্জনের সুযোগ নয়, বরং একটি মহৎ উদ্দেশ্যকেও সমর্থন করার মাধ্যম।’