
অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রায় দুই বছর ধরে চলা ইসরায়েলি গণহত্যা যুদ্ধে কমপক্ষে নিহতের সংখ্যা ৬৫ হাজার ছাড়িয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতের সংখ্যা ৬৫ হাজার ৬২ জন এবং আহত ১ লাখ ৬৫ হাজার ৬৯৭ জনে দাঁড়িয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালে সাত জন ত্রাণপ্রার্থীকে হত্যা করা হয়েছে এবং ৮৭ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত মে মাসের শেষের দিকে ইসরায়েল-মার্কিন ‘জিএইচএফ’ ত্রাণব্যবস্থা প্রতিষ্ঠার পর থেকে ত্রাণকেন্দ্রে নিহতের সংখ্যা ২ হাজার ৫০৪ জনে দাঁড়িয়েছে এবং ১৮ হাজার ৩৮১ জনেরও বেশি আহত হয়েছে।
মন্ত্রণালয় জানায়, দুর্ভিক্ষ ও অপুষ্টির কারণে গত ২৪ ঘণ্টায় চার জনের মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে। এর ফলে ইসরায়েল-সৃষ্ট দুর্ভিক্ষে নিহতের সংখ্যা ৪৩২ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১৪৬ জনই শিশু।
গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। উপত্যকাজুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি।