
বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলা, ক্রিকেটার যুবরাজ সিং, টালিউড অভিনেতা অঙ্কুশ হাজরা ও অভিনেত্রী মিমি চক্রবর্তীর পর এবার অবৈধ বেটিং অ্যাপ মামলায় বিপাকে বলিউড অভিনেতা সোনু সুদ। অভিনেতাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ সেপ্টেম্বর দিল্লির সদর দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে সোনুকে। এই মামলায় ইতোমধ্যেই দিল্লির ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী।
এদিকে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) অভিনেতা অঙ্কুশ হাজরাও গিয়েছেন হাজিরায়। অভিনেত্রী ঊর্বশী রাউতেলাকেও হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তলব করা হয়েছে যুবরাজ সিংকেও।
উল্লেখ্য, সোনু সুদকে শেষ দেখা গেছে অ্যাকশন কমেডি সিনেমা ‘মাধা গজ রাজা’য়। এর আগে তিনি জ্যাকুলিন ফার্নান্ডেজের সঙ্গে তার পরিচালিত প্রথম ছবি ‘ফতেহ’-তে অভিনয় করেছিলেন। ছবিতে আরও অভিনয় করেছেন দিব্যেন্দু ভট্টাচার্য এবং বিজয় রাজ।
১৯৯৯ সালে তামিল ছবি দিয়ে সোনু সুদ অভিনয় দুনিয়ায় পা রাখেন। ছবিটি পরিচালনা করেছিলেন ভারতী। এবং সোনু ছাড়াও অভিনয় করেছেন রিয়াজ খান এবং লায়লা।