
এশিয়া কাপে বাঁচা-মরার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দারুণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন টাইগার অধিনায়ক লিটন দাস।
আর মাত্র ২৮ রান করলেই টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক বনে যাবেন লিটন। ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক অলরাউন্ডার সাকিব আল হাসান। ১২৯ ম্যাচে ১২৭ ইনিংসে ২ হাজার ৫৫১ রান করেছেন সাকিব।
অন্যদিকে ১২ ম্যাচের ১১০ ইনিংসে ২ হাজার ৫২৪ রান করেছেন লিটন। সাকিবকে টপকে যেতে আর ২৮ রান প্রয়োজন এই উইকেটরক্ষক ব্যাটারের।
ব্যাট হাতে বর্তমানে দারুণ ছন্দে আছেন লিটন। শেষ ৫টির মধ্যে তিন ইনিংসে হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। এর মাধ্যমে টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়েন লিটন।