Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Follow Us
Follow Us
English English

জাপানে জনশক্তি রপ্তানির তথ্য জানা যাবে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে

জাপানে জনশক্তি রপ্তানির তথ্য জানা যাবে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে জাপানে জনশক্তি রপ্তানির তথ্য জানা যাবে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে
জাপানে জনশক্তি রপ্তানির তথ্য জানা যাবে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে


জাপানে জনশক্তি প্রেরণের বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জাপান সেল বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে। সিদ্ধান্তে বলা হয়, ‘জাপান সেল-এর কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির মাধ্যমে ফেসবুক পোস্ট (প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং জাপানস্থ রাষ্ট্রদূতের কোটেশনসহ) দেবার উদ্যোগ নিতে হবে, যা প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত হবে।’

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেরিত চিঠিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায় গত ৩ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত (উপদেষ্টা পদমর্যাদা) লুৎফে সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাপানে জনশক্তি প্রেরণের বিষয়ে ৩য় সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

Advertisement

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জাপান শ্রমবাজার সম্পর্কিত ‘জাপান ডেস্ক’-এর কার্যক্রম বিষয়ে বলা হয়েছে, জাপান বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় শ্রমবাজার। জাপান টাইমস-এর ৩০ মার্চ ২০২৪ তারিখের প্রতিবেদনে উল্লেখিত ২০৪০ সালের মধ্যে জাপানে কর্মক্ষম জনসংখ্যার ঘাটতি ১ কোটি ১০ লাখে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। জাপান বিভিন্ন ভিসা ক্যাটাগরির বিদেশি কর্মী নিয়োগের সম্ভাবনা রেখেছে।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এর অনুপ্রেরণায় জাপানে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে বিস্তৃতির সাথে জাপানে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর জন্য National Business Support Cooperative Federation (NBCC), Japan Bangla Bridge Recruiting Agency Ltd (JBBRA) এবং Kaicom Dream Street BD Co Ltd (KDS) এর মধ্যে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান ও কর্মসংস্থান নিশ্চিত করার পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এতে বলা হয়, National Business Support Cooperative Federation (NBCC) এর অধীনে Specified Skilled Worker (SSW) ক্যাটাগরিতে কর্মীদের জাপানে প্রেরণ করা হবে। এ ক্ষেত্রে লক্ষ্যভিত্তিক কর্মীদের নির্ধারণ করা হয়েছে এবং অন্যান্য প্রতিষ্ঠানও কর্মী নিয়োগের পরিকল্পনা নিতে পারে। যাতে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী প্রেরণ বৃদ্ধি করা যায় এবং ভবিষ্যতে দেশটির শ্রমবাজারের জন্য নানান প্রধান উদ্যোগের কার্যক্রম বাস্তবায়ন হয়। এ লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ ও জাপানের দূতাবাস, বিজনেস ওয়ার্ল্ডসহ বিভিন্ন দপ্তরের সহায়তায় জাপান ডেস্ক-এর কার্যক্রম চালু হয়েছে।

জাপান ডেস্ক-এর কার্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে (ডেস্কটির উদ্দেশ্যসমূহ):
ক) জাপানে বিদ্যমান শ্রমবাজারের চাহিদার অনুসন্ধান;
খ) জাপানে কর্মসংস্থানের সুযোগ চিহ্নিত ও প্রচারণা;
গ) কর্মীদের ভাষা প্রশিক্ষণ, ডিজিটাল টেস্ট ও তথ্যসংগ্রহ;
ঘ) জাপান ও বিদেশের বিভিন্ন দপ্তর/প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ ও সমন্বয় সাধন;
ঙ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সেন্টার (কিউসিএস-১৭) এর কার্যক্রম।

জাপান ডেস্কের কার্যক্রম বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আফিস বলেন, ‘আমাদের জনশক্তি রপ্তানি লক্ষ্য হবে জনগণের নতুন কর্মসংস্থানের সুযোগ ও দারিদ্র্য বিমোচন। জাপান ডেস্কের মাধ্যমে আমরা এই লক্ষ্য অর্জন করতে পারবো বলে বিশ্বাস করি। বিশেষ করে জাপানি অফিসার জাপান ডেস্কে কাজ করলে আরও কর্মসংস্থান সহজ হবে।’

জাপান ডেস্কের কার্যক্রম বিষয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, ‘Japanese Language Proficiency Test (JLPT)-এর সকল ধাপের পরীক্ষা সম্পন্ন নিরীক্ষণ এবং Quantity এর পরিবর্তে Quality নিশ্চিত করতে জাপান সরকার ফোকাসড হতে চাইছে। এজন্য জাপানি ভাষার প্রশিক্ষক কর্তৃক Technical Training Center (TTC) এর প্রশিক্ষণার্থীদের মেকানিক্যাল জাপানি ভাষা প্রশিক্ষণ এবং স্থানীয় কারিগরি প্রশিক্ষকদের শিক্ষকদের ব্যবস্থাও করতে হবে।’

এছাড়া Kaicom Dream Street BD Co. Ltd (KDS) এর মাধ্যমে দক্ষ নার্সিং সেবা প্রদানের পরিকল্পনা রয়েছে। KDS এর সহযোগিতায় সিটিজি KDS গ্রুপের আওতায় প্রশিক্ষণ প্রদান ও জাপানি ভাষা ও দক্ষতা অর্জন কার্যক্রমের মাধ্যমে মডেল ক্যাম্পাস হিসেবে গড়ে তোলা হবে যেখানে বাংলাদেশি কর্মীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

National Business Support Cooperative Federation (NBCC) এবং Japan Bangla Bridge Recruiting Agency Ltd (JBBRA) যৌথভাবে বিস্তৃতির চুক্তির মাধ্যমে SSW ক্যাটাগরিতে কর্মী নিয়োগ করবে।





Source link

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Add a comment Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post
অস্কারজয়ী অভিনেতা ও পরিচালক রবার্ট রেডফোর্ড মারা গেছেন

অস্কারজয়ী অভিনেতা ও পরিচালক রবার্ট রেডফোর্ড মারা গেছেন

Next Post
‘ন্যানো ব্যানানা এআই শাড়ি’ ট্রেন্ড, কীভাবে বানাবেন পছন্দের ছবি

‘ন্যানো ব্যানানা এআই শাড়ি’ ট্রেন্ড, কীভাবে বানাবেন পছন্দের ছবি

Advertisement