
ভারত-পাকিস্তান ম্যাচে হ্যান্ডশেক বিতর্কের পর ম্যাচ রেফারি হিসেবে অ্যান্ডি পাইক্রফটকে এশিয়া কাপ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে পিসিবির সেই দাবি নাকচ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সোমবার (১৫ সেপ্টেম্বর) পিসিবিকে আইসিসি এ সিদ্ধান্ত জানিয়েছে।
এক প্রতিবেদনে এমনটা দাবি করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। পিসিবির সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হয়েছিল ক্রিকবাজের পক্ষ থেকে। আইসিসির যোগাযোগের বিষয়টি সংবাদমাধ্যমটির কাছে অস্বীকার করেছে পিসিবি।
ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসির অপারেশনস কিংবা আইনি বিভাগ থেকে পিসিবির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইসিসির পক্ষ থেকে চিঠিতে পিসিবিকে জানানো হয়, ভারত-পাকিস্তান ম্যাচে হাত না মেলানো বিতর্কে পাইক্রফটের কোনো ভূমিকা নেই।
পিসিবি অভিযোগ করেছিল, পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগাকে পাইক্রফট নাকি টসের সময় ভারতের অধিনায়কের সঙ্গে হাত মেলাতে বারণ করেছিলেন। তবে আইসিসি জানিয়েছে, মাঠে থাকা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কর্মকর্তারাই পাইক্রফটকে জানিয়েছিলেন, টসে দুই দলের অধিনায়ক হাত মেলাবেন না। চিঠিতে স্পষ্ট করা হয়েছে, পাইক্রফট ভারতীয় দলের পক্ষ নিয়ে কিছু করেননি।
গত রোববার এশিয়া কাপে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। একপেশে ম্যাচে ৭ উইকেটের জয় পায় ভারত। তবে শেষে পাক ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক করেননি ভারতের ক্রিকেটাররা। যা নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।
ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক সালমান আগাসহ অন্য খেলোয়াড়রা হ্যান্ডশেক করতে চাইলেও ভারতীয় খেলোয়াড়রা তা করেননি। জয়ের পর সূর্যকুমার যাদব ও শিভম দুবে মাঠ ছেড়ে সোজা ড্রেসিংরুমে চলে যান। এরপর ভারতীয় ড্রেসিংরুমের দরজা বন্ধ করে দেওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ পিসিবি ও এসিসি প্রধান মহসিন নাকভি এ নিয়ে দুটি পোস্ট করেন। এই পোস্টে এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করা অ্যান্ডি পাইক্রফটকে অবিলম্বে এশিয়া কাপ থেকে সরিয়ে দেওয়ার দাবি তোলেন নাকভি।
একটি পোস্টে নাকভি দাবি করেন, ‘আইসিসির আচরণবিধি আর এমসিসির “স্পিরিট অব ক্রিকেট” আইনের লঙ্ঘন হয়েছে ম্যাচ রেফারির পক্ষ থেকে। এ নিয়ে আইসিসির কাছে অভিযোগ জমা দিয়েছে পিসিবি। আমরা চাই, এশিয়া কাপ থেকে তাকে অবিলম্বে সরিয়ে দেওয়া হোক।’
বুধবার (১৭ সেপ্টেম্বর) এশিয়া কাপে দুবাইয়ে আরব আমিরাতের মুখোমুখি হবে পাকিস্তান। এ ম্যাচেও ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন পাইক্রফট। পিসিবির পক্ষ থেকে এর আগে জানানো হয়েছিল, পাইক্রফটকে না বদলালে ম্যাচটি খেলবে না পাকিস্তান ক্রিকেট দল। পিসিবির দাবি আইসিসির নাকচের পর পাকিস্তান কি তাহলে এ ম্যাচ বর্জন করবে?