
এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে এই দুই দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দুঃসংবাদ পেয়েছে আফগানরা। চোটের কারণে বাকি টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন পেসার নাভিন উল হক।
নাভিনের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এক বিজ্ঞপ্তিতে এসিবি জানিয়েছে, আফগানিস্তানের পেসার নাভিন উল হক এশিয়া কাপের এবারের আসর থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে আব্দুল্লাহ আহমাদজাইকে দলে নিয়েছে আফগানরা।
এসিবি আরও জানিয়েছে, এখনো চোট থেকে সেরে ওঠেননি নাভিন এবং এসিবির মেডিকেল টিমও টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে তাকে খেলাতে ফিট ঘোষণা করেনি। তাই ফিট হওয়ার আগ পর্যন্ত চোট পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন নাভিন।
সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখতে আফগানিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। সেইসঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলাফলের ওপর।
দুই ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে রয়েছে বাংলাদেশ। গ্রুপ থেকে টেবিলের শীর্ষ দুই দল যাবে সুপার ফোরে। ১ নম্বরে থাকা আফগানিস্তান এবং ২ নম্বরে থাকা শ্রীলঙ্কার পয়েন্টও ২, তবে নেট রানরেটে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে আছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা।
সুপার ফোরের যেতে আফগানিস্তানের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। সেইসঙ্গে শ্রীলঙ্কাও যেন আফগানিস্তানের বিপক্ষে জয় পায় সেই প্রার্থনাও করতে হবে। তাহলে আফগানরা খেলা শেষ করবে ২ পয়েন্ট নিয়ে। ৪ পয়েন্ট পাওয়া বাংলাদেশ এবং ৬ পয়েন্ট পাওয়া শ্রীলঙ্কা পেয়ে যাবে সুপার ফোরের টিকিট।
আফগানদের কাছে হেরে গেলেও বাংলাদেশের সুপার ফোরের আশা বেঁচে থাকবে। তবে হংকং যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় এবং আফগানিস্তানও শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তখন বাংলাদেশ এবং শ্রীলঙ্কার পয়েন্ট হবে সমান ২। এরপর নেট রানরেটে এগিয়ে থাকা দল যাবে সুপার ফোরে।