
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে স্থানীয় সময় সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত হয় প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসের ৭৭তম আসর। এবারের আসরে ‘হ্যাকস’ সিরিজে সেরা পার্শ্ব অভিনেত্রী (কমেডি)-এর পুরষ্কার জিতেছেন মার্কিন অভিনেত্রী হান্না আইনবাইন্ডার। পুরস্কার জেতার পরই মঞ্চে উঠে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন ইহুদি বংশোদ্ভূত এ অভিনেত্রী। এই দৃশ্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, পুরস্কার গ্রহণের সময় নির্ধারিত ৪৫ সেকেন্ডের সীমা অতিক্রম করেন আইনবাইন্ডার। মঞ্চে তিনি বক্তব্য দেওয়ার পর শেষ মুহূর্তে স্লোগান দেন ‘ফ্রি প্যালেস্টাইন’। তার এই বক্তব্য ও শেষ মুহূর্তের স্লোগান সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে ব্যাপক দৃষ্টি আকর্ষণ করেছে।
তার দীর্ঘ বক্তৃতার সঙ্গে যুক্ত ছিল একটি শর্ত। অনুষ্ঠান সঞ্চালক নেট বারগাতসে ঘোষণা করেছিলেন, তিনি ‘বয়েজ অ্যান্ড গার্লস ক্লাব অব আমেরিকা’-কে এক লাখ ডলার অনুদান দেবেন, তবে প্রত্যেক সেকেন্ড অতিরিক্ত কথা বললে অনুদান থেকে ১ হাজার ডলার করে কেটে নেওয়া হবে।
আইনবাইন্ডারের বক্তব্য সময়সীমা ছাড়িয়ে যাওয়ায় অনুদান কমার কথা থাকলেও তিনি মঞ্চেই প্রতিশ্রুতি দেন, বাকি অর্থ তিনি নিজে দেবেন যাতে সংস্থাটি পুরো অনুদান পায়।
মূলত মজার ছলে বক্তৃতাগুলো সংক্ষিপ্ত রাখার জন্য এই উদ্যোগ নেওয়া হলেও আইনবাইন্ডারের সিদ্ধান্ত দেখিয়ে দিয়েছে, এমি মঞ্চ এখনো রাজনৈতিক ও সামাজিক বার্তা দেওয়ার এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।