
আলজেরিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন সিফি ঘরিব। রোববার (১৪ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট আব্দেলমাজিদ তেববুনের কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।
বিবৃতিতে বলা হয়, মন্ত্রিসভায় রদবদলের অংশ হিসেবে সিফি ঘরিবকে প্রধানমন্ত্রী এবং মুরাদ আজদালকে জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা ঘরিব গত মাস থেকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। এর আগে প্রেসিডেন্ট তেববুন নাদির লারবাউইয়ের দায়িত্ব শেষ করেছিলেন।
অন্যদিকে জ্বালানি মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পাওয়া মুরাদ আজদাল ছিলেন রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি সোনেলগাজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।
প্রেসিডেন্সি জানিয়েছে, অর্থ, বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রীরা তাঁদের আগের পদেই বহাল থাকবেন।
উল্লেখ্য, উত্তর আফ্রিকার গ্যাস উৎপাদনকারী দেশ আলজেরিয়া ইউরোপের কয়েকটি দেশের জ্বালানি সরবরাহকারী হলেও, দেশটি বর্তমানে নানা সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে রয়েছে। এ অবস্থায় অর্থনীতিকে বহুমুখী করার চেষ্টা চালাচ্ছে আলজেরিয়া।