
মিসরের রাজধানী কায়রোতে হামাস নেতাদের হত্যার চক্রান্ত করেছিল ইসরায়েল। গোয়েন্দা প্রতিবেদনে এমন তথ্য পাওয়ার পর পরিকল্পনাটি ভেস্তে দেওয়া হয়েছে। এ ধরনের হামলার বিরুদ্ধে কায়রো কঠোর সতর্কবার্তা দিয়েছে।
মিসরের ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারা মিডল ইস্ট আইকে জানান, ইসরায়েল দীর্ঘদিন ধরেই কায়রোতে হামাস নেতাদের টার্গেট করার চেষ্টা করছে। দুই বছর আগে যুদ্ধবিরতির আলোচনার সময়ও এমন একটি প্রচেষ্টা ব্যর্থ করে দেয় মিসর।
একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘মিসরীয় ভূখণ্ডে হামাস নেতাদের ওপর হামলা চালানো হলে সেটিকে আমাদের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণার শামিল হিসেবে দেখা হবে। এর জবাব দিতে আমরা দ্বিধা করব না।’
মিসরে হামাস নেতারা বসবাস করেন কি না—সে বিষয়ে কখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে নিরাপত্তা সূত্র জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলার আগেই বহু নেতা বছর ধরে সেখানে অবস্থান করছেন। নিরাপত্তার কারণে তাঁদের পরিচয় ও অবস্থান গোপন রাখা হয়েছে।
সম্প্রতি কাতারের রাজধানী দোহায় হামাস নেতৃত্বকে লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলার পর এই তথ্য প্রকাশ্যে আসে। ওই হামলার জেরে পুরো অঞ্চলে তীব্র নিন্দার ঝড় ওঠে। এরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, হামাসকে প্রয়োজনে অন্যান্য দেশেও টার্গেট করা হবে।