
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার বাসিন্দাদের সমর্থনে ইসরায়েলি বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনি হুথি বাহিনী।
রোববার (১৪ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেনি বাহিনী ইলাত শহরের কাছে রামন বিমানবন্দরের দিকে একটি ড্রোন ছুড়েছে। তাদের বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ড্রোনটিকে ‘বাধা’ দিয়েছে।
হিব্রু সংবাদমাধ্যম জানিয়েছে, বিমানবন্দরের আশেপাশের বে’র ওরা সম্প্রদায়ের বসতিতে সাইরেন বেজে উঠেছিল।
কয়েকদিন আগেও ইয়েমেনি একটি ড্রোন ইসরায়েলি-অধিকৃত অঞ্চলের আকাশসীমায় প্রবেশ করে এবং রামন বিমানবন্দরে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া গাজায় গণহত্যা যুদ্ধের প্রতিক্রিয়ায় ইয়েমেনি হুথিরা ইসরায়েলে সামরিক সরবরাহের প্রবাহকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে সামুদ্রিক এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে। মাঝে মাঝেই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট জাহাজে আক্রমণ করা হয়।
একই সঙ্গে হুথিরা ইসরায়েলি দখল করা অঞ্চলগুলোতে অবস্থিত গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলাও চালিয়ে যাচ্ছে।
তারা স্পষ্টভাবে ঘোষণা করেছে, ইসরায়েল গাজায় স্থল ও বিমান হামলা বন্ধ না করা পর্যন্ত তাদের অভিযান অব্যাহত রাখার ইচ্ছা রয়েছে।