
জয় দিয়ে এশিয়া শুরু করেছে ভারত-পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতকে ৫৭ রানে গুটিয়ে দিয়ে মাত্র ৪.৩ ওভারে রান তাড়া করে জয় তুলে নেয় ভারত। অন্যদিকে ওমানকে ৯৩ রানে হারিয়ে শুভসূচনা করে পাকিস্তান।
এবার একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। রোববার (১৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে এই দুই প্রতিবেশী দেশ। পাক-ভারত লড়াই মানেই তুমুল উত্তেজনা। তবে এবার যেন সবকিছুকে ছাড়িয়ে গেছে।
কাশ্মীরের পেহেলগামে গত এপ্রিলের শেষ সপ্তাহে বন্দুকধারীদের হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৬ জন নিরীহ মানুষ। সেই ইস্যুতে সামরিক সংঘাতে জড়ায় ভারত-পাকিস্তান। সেই সংঘাতের পর এটাই প্রথম ক্রিকেটীয় লড়াই। ফলে ম্যাচটির গুরুত্ব মাঠের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে রাজনৈতিক, সামাজিক ও আবেগের অঙ্গনে। এমন ম্যাচে কেমন হতে পারে দুই দলের একাদশ?
ভারতীয় গণমাধ্যমগুলোর খবর, পাকিস্তানের বিপক্ষে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামতে পারে ভারত। উইকেট ধীরগতির হওয়ায় যশপ্রীত বুমরাহর সঙ্গে হার্দিক পান্ডিয়াই পেস বোলিং অলরাউন্ডার হিসেবে খেলতে পারেন। এছাড়া কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল আর বরুণ চক্রবর্তী—তিন স্পিনারকেই একাদশে রাখতে পারে।
অন্যদিকে প্রথম ম্যাচের একাদশ থেকে পাকিস্তান একটি পরিবর্তন আনতে পারে। গতি আক্রমণ শক্তিশালী করতে হারিস রউফ ফিরতে পারেন। তবে তাকে জায়গা করে দিতে গিয়ে বাদ পড়বেন কে তা নিয়ে দোটানায় কোচ।
ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, তিলক ভর্মা, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, সালমান আগা (অধিনায়ক), হাসান নেওয়াজ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ/হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম ও আবরার আহমেদ।