
জয় দিয়ে এবারের এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেয়েছে টাইগাররা। ব্যাটিং ব্যর্থতায় ১৩৯ রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাবে ৩২ বল হাতে রেখে ৬ উইকেটের জয় তুলে নেয় লঙ্কানরা। এমন বাজে হারের পর সুপার ফোরের সমীকরণটাও বেশ কঠিন হয়ে গেছে বাংলাদেশের জন্য। তবে এখনও সুযোগ রয়েছে বলে মনে করেন ভারতীয় ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলে।
শ্রীলঙ্কা ম্যাচ শেষে ক্রিকবাজের আলোচনা অনুষ্ঠানে কথা বলেন হার্শা ভোগলে। শ্রীলঙ্কা ম্যাচ ভুলে সামনে এগোনোর পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশকে এখন এই ম্যাচে কী হয়েছে সেটা ভুলে যেতে হবে। আফগানিস্তানের বিপক্ষে কীভাবে জেতা যায়, সেই পরিকল্পনায় মনোযোগী হতে হবে। আগে ২ পয়েন্ট নিশ্চিত করো, তারপর নেট রানরেটের সমীকরণ দেখো। অনেক সময় দলগুলো বেশি আগেভাগে ভাবা শুরু করে। আগে আফগানিস্তানকে হারাও।’
বাংলাদেশের পারফরম্যান্সে হতাশা প্রকাশ করে হার্শা ভোগলে বলেন, ‘বাংলাদেশ আগেও শ্রীলঙ্কাকে হারিয়েছে। কিন্তু এবার মনে হলো তারা লড়াইয়েই নেই। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা তাদের জন্য খুব বড় পরীক্ষা, সেখানে অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে।’
আগামী মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখতে সেই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। সেইসঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলাফলের ওপর।