
এশিয়া কাপে হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে ভারত-পাকিস্তান। রোববার (১৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সাম্প্রতিক ফর্মে এই ম্যাচে ভারতকেই ফেভারিট মনে করছেন বেশির ভাগ ক্রিকেটবোদ্ধা।
তবে পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার শোয়েব মালিক মনে করেন, তার দেশের পক্ষে ভারতকে হারানো সম্ভব। কীভাবে সূর্যকুমারের দলকে হারানো সম্ভব সেই ‘ফর্মুলা’ও দিয়েছেন শোয়েব।
পাকিস্তানের একটি টেলিভিশনে হাইভোল্টেজ এই ম্যাচ নিয়ে শোয়েব মালিক বলেন, ‘টসের ভাগ্য তো কারও হাতে নেই। তবে পাকিস্তানের সেরা সুযোগ তখনই আসবে, যদি তারা ভারতের শুরুর দিকে তিন-চারজন ব্যাটারকে দ্রুত ফেরাতে পারে। কম রানে ভারতকে আটকে দিতে পারলেই খেলাটা অন্য রকম হবে।’
১৫০-১৬০ রানের মধ্যে ভারতকে আটকাতে পারলে পাকিস্তানের পক্ষে জয় পাওয়া সম্ভব বলে মনে করেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, ‘এভাবে খেলতে পারলে ভারতের রান ১৫০-১৬০-এর মধ্যে নামিয়ে আনা সম্ভব। আমার মতে, এমন পরিস্থিতিতেই পাকিস্তান ভারতের বিপক্ষে জিততে পারে।’
শুধু তাই নয়, মাঝের ওভারগুলোতেও ভালো করতে হবে জানিয়ে মালিক বলেন, ‘দ্বিতীয় পরিস্থিতিটা হলো মাঝের ওভার। এখানে যদি আমাদের স্পিনার সুফিয়ান মুকিম আর আবরার আহমেদ, দুজনই ৩টা করে উইকেট নিতে পারে, তাহলেই আসল সুযোগ তৈরি হবে। শর্ত হলো, দুজনকেই একসঙ্গে খেলাতে হবে। কারণ, ভারত আগে ব্যাট করুক বা পরে, তাদের ব্যাটার যদি আউট না হয়, তাহলে আপনি খেলায় থাকতেই পারবেন না।’