Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Follow Us
Follow Us
English English

সালমানের পর এবার দিশা পাটানির বাড়িতে গুলি, দায় স্বীকার গ্যাংয়ের!

সালমানের পর এবার দিশা পাটানির বাড়িতে গুলি, দায় স্বীকার গ্যাংয়ের! সালমানের পর এবার দিশা পাটানির বাড়িতে গুলি, দায় স্বীকার গ্যাংয়ের!
সালমানের পর এবার দিশা পাটানির বাড়িতে গুলি, দায় স্বীকার গ্যাংয়ের!


বলিউডের অন্যতম আবেদনময়ী নায়িকা দিশা পাটানি। অভিনয়ের বাইরে ফিটনেস, বোল্ড ফ্যাশন চয়েস আর সোশ্যাল মিডিয়ায় বিপুল সংখ্যক অনুসারী নিয়ে আলোচনায় থাকেন এই তারকা। কখনো তার সঙ্গে অন্য তারকার বিবাদ কিংবা সামাজিক-রাজনৈতিক ইস্যুতে তার কোন সম্পৃক্ততা ছিল না।

অথচ এই নায়িকার বাড়িকে উদ্দেশ্য করে গুলি চালানো হয়েছে! খবরটি অনেকের কাছেই অবাক করার মতো। পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোর ৩টার দিকে উত্তর প্রদেশের বেরেলির সিভিল লাইনসে বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে মোটরসাইকেলে আসা দুই সন্দেহভাজন দুই রাউন্ড গুলি চালায় এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

Advertisement

এরইমধ্যে গ্যাংস্টার গোল্ডি ব্রার এবং রোহিত গোদারা এ হামলার দায় শিকার করেছে। স্থানীয় ধর্মগুরু প্রেমানন্দের প্রতি অসম্মান দেখানোর জেরেই নাকি দিশা পাটানির বরেলির বাড়িতে গুলি চলছে।


বলিউড অভিনেত্রী দিশা পাটানি। ছবি: সংগৃহীত

গত বছর বলিউড সুপারস্টার সালমান খানের বাড়িতে গুলি চলে। ঘটনার দায় স্বীকার করে নেয় গোল্ডি ব্রারর ও লরেন্স বিষ্ণোই। বছর ঘুরতে না ঘুরতেই গুলি চলল অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে। এবারও নেপথ্যে সেই গ্যাংস্টাররাই।

দায় শিকার করে এক ফেসবুক পোস্টে জানানো হয়, ‘আমি, বীরেন্দ্র চরণ এবং মহেন্দ্র শরণ (দেলানা) আজ খুশবু পাটানি ও বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে যে গুলি চালানো হয়েছিল তার দায় স্বীকার করছি। তিনি আমাদের শ্রদ্ধেয় সাধুদের (প্রেমানন্দ এবং অনিরুদ্ধাচার্য) অপমান করেছিলেন। তিনি আমাদের সনাতন ধর্মকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছিলেন। আমাদের পূজিত দেবদেবীদের অপমান বরদাস্ত করা হবে না। এটি কেবল একটি ট্রেলার ছিল। পরের বার যদি সে বা অন্য কেউ আমাদের ধর্মের প্রতি কোনো অশ্লীল আচরণ দেখায়, তাহলে আমরা কাউকে তাদের বাড়িতে জীবিত রেখে যাব না। এই বার্তা শুধু তার জন্য নয়, চলচ্চিত্র জগতের সব শিল্পী এবং তাদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য। ভবিষ্যতে যে কেউ আমাদের ধর্ম ও সাধুদের সম্পর্কে এ ধরনের অপমানজনক মন্তব্য করলে, তার পরিণতি ভোগ করার জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদের ধর্ম রক্ষায় যদি যেকোনো পর্যায়ে যেতে হয়, আমরা তার জন্য প্রস্তুত। আমরা কখনো পিছু হটব না। আমাদের কাছে ধর্ম ও সমগ্র সমাজ সবসময়ই এক; তাদের রক্ষা করা আমাদের প্রধান কর্তব্য’।



এদিকে অভিনেত্রী দিশা এবং তার বড় বোন খুশবু এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি। দিশা পাটানির বোন খুশবু পাটানি নারী ও লিভ-ইন রিলেশনশিপ নিয়ে আধ্যাত্মিক নেতা অনিরুদ্ধাচার্যের মন্তব্যের বিরুদ্ধে কথা বলেছেন। খুশবু আধ্যাত্মিক নেতা অনিরুদ্ধাচার্যের সমালোচনা করেছিলেন।

এক ধর্মসভায় বর্তমান সমাজে লিভ ইন নিয়ে কথা বলতে গিয়ে ধর্মগুরু বলেন, ‘আজকালকার পুরুষেরা ২৫ বছরের আশপাশের নারীদের সঙ্গী হিসাবে খুঁজে নেন। কিন্তু এই বয়সি নারীরা ততদিনে চার-পাঁচ জনের শয্যাসঙ্গিনী হওয়ার অভিজ্ঞতা অর্জন করে ফেলেন।’ 

এর জেরে খুশবু চটে যান। প্রেমানন্দকে তিনি ‘দেশদ্রোহী’, ‘নারীবিদ্বেষী’ বলে কটাক্ষ করেন। খুশবু বলেন, ‘এই লোকটা আমার সামনে থাকলে, আমি ওকে ভালো করে বুঝিয়ে দিতাম। এরা দেশদ্রোহী। এদের সমর্থন করা উচিত নয়। সমাজের যত নপুংসকেরা এই লোকটাকে অনুসরণ করে’।

 
বলিউড অভিনেত্রী দিশা পাটানি। ছবি: সংগৃহীত

জানা গেছে, অভিনেত্রী দিশার বোন খুশবু একজন সাবেক সেনা কর্মকর্তা। সমাজমাধ্যমেও তিনি বেশ পরিচিত। তাদের বাড়িতে গুলির ঘটনার পর পুলিশকে খবর দেওয়া হয়। অভিনেত্রীর পরিবারের সুরক্ষার জন্য এক দল পুলিশ মোতায়েন করা আছে তার বাড়ির সামনে।

এদিকে পুলিশ জানিয়েছে, তারা গুলি চালানো ব্যক্তিদের খুঁজছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে করা ওই পোস্টের সত্যতা যাচাই করছে।

স্থানীয় পুলিশ ও তদন্তকারী সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করেছেন, গোয়েন্দা তল্লাশী ও আলামত সংগ্রহ চলছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।





Source link

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Add a comment Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post
পশ্চিমাদের চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করতে বললেন ট্রাম্প

পশ্চিমাদের চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করতে বললেন ট্রাম্প

Next Post
সবার আগে ২০২৬ বিশ্বকাপের টিকিট পেলো যারা

সবার আগে ২০২৬ বিশ্বকাপের টিকিট পেলো যারা

Advertisement